The Code of Civil Procedure, 1908 । Section 59. Release on ground of illness
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 59. Release on ground of illness:
(1) At any time after a warrant for the arrest of a judgement-debtor has been issued the Court may cancel it on the ground of his serioous illness.
(2) Where a judgement-debtor has been arrested, the Court may release him if, in its opinion, he is not in a fit state of health to be detained in the civil prison.
(3) Where a judgement-debtor has been committed to the civil prison, he may be released therefrom-
(a) by the Government, on the ground of the existence of any infectious or contagious, or
(b) by the committing Court, or any Court to which that Court is subordinate, on the ground of his suffering from any serious illness.
(4) A judgement-debtor released under this section may be re-arrested, but the period of his detention in the civil prison shall not in the aggregate exceed that prescribed by section 58.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৫৯। অসুস্থতার দরুন মুক্তিঃ
(১) কোন সাব্যস্ত দেনাদারকে গ্রেফতার করার জন্য পরোয়ানা জারির পর যে কোন সময় তার গুরুতর অসুস্থতার কারণে আদালত তা নাকচ করতে পারে।
(২) সাব্যস্ত দেনাদার গ্রেফতার হলে যদি আদালতের অভিমতে দেওয়ানী কয়েদে আটক থাকতে তার স্বাস্থ্যের অবস্থার অনুপযোগী হয় তাহলে আদালত তাকে মুক্ত করে দিতে পারে।
(৩) সাব্যস্ত দেনাদারকে দেওয়ানী কয়েদে প্রেরণ করা হলে-
(এ) কোন সংক্রামক বা ক্ষতিকারক রোগের দরুণ সরকার কর্তৃক, কিংবা
(বি) কোন গুরুতর রোগে ভুগার কারণে সোপর্দকারী আদালত বা ওটা যে আদালতের অধঃস্তন ঐ আদালত কর্তৃক উক্ত স্থান হতে সে মুক্ত হতে পারে।
(৪) উক্ত ধারার আওতাধীনে মুক্তিপ্রাপ্ত সাব্যস্ত দেনাদারকে পুনরায় গ্রেফতার করা যেতে পারে, কিন্তু দেওয়ানী কয়েদে তার আটকের মেয়াদ গড়ে ৫৮ ধারায় নির্দিষ্ট মেয়াদের বেশী হবে না।