The Code of Civil Procedure, 1908 । Section 60. Property liable to attachment and sale in execution of decree
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 60. Property liable to attachment and sale in execution of decree:
(1) The following property is liable to attachment and sale in execution of a decree, namely, lands, houses or other buildings, goods, money, bank-notes, cheques, bills of exchange, hundis, promissory notes, Government securities, bonds or other securities for money, debts, shares in a corporation and, save as hereinafter mentioned, all other saleable property, moveable or immovable, belonging to the judgement-debtor, or over which, or the profits of which, he has a disposing power which he may exercise for his own benefit, whether the same be held in the name of the judgement-debtor or by another person in trust for him or on his behalf.
Provided that the following particulars shall not be liable to such attachment or sale, namely-
(a) the necessary wearing-apparel, cooking vessels, beds and bedding of the judgement-debtor, his wife and children, and such personal ornaments as, in accordance with religious usage, cannot be parted with by any woman;
(b) tools of artisans, and, where the judgement-debtor is an agriculturist, his implements of husbandry and such cattle and seed-grain as may, in the opinion of the Court, be necessary to enable him to earn his livelihood as such, and such portion of agricultural produce or of any class of agricultural produce as may have been declared to be free from liability under the provisions of the next following section;
(c) houses and other buildings (with the materials and the sites thereof and the land immediately appurtenant thereto and necessary for their enjoyment) belonging to an agriculturist and occupied by him.
(d) books of account;
(e) a mere right to sue for damages;
(f) any right of personal service;
(g) stipends and gratuities allowed to pensioners of the Government, or payable out of any service family pension fund notified in the official Gazette by the Government or the Government in this behalf, and political pensions;
(h) the wages of labourers and domestic servants, whether payable in money or in kind;
(i) salary to the extent of the first hundred Taka and one-half the remainder.
Provided that where such salary is the salary of a Servant of the republic or a servant of the railway or local authority, and the whole or any part of the portion of such salary liable to attachment has been under attachment, whether continuously or intermittently for a total period of twenty-four months, such portion shall be exempt from attachment until the expiry of a further period of twelve months and, where such attachment has been made in execution of one and the same decree, shall be finally exempt from attachment in execution of that decree;
(j) the pay and allowances of persons to whom the Army Act, 1952, Navy Ordinance, 1961, or the Air Force Act, 1953 applies.
(k) all compulsory deposits and other sums in or derived from any fund to which the Provident Funds Act, 1925, for the time being applies in so far as they are declared by the said Act not to be liable to attachment;
(l) any allowance forming part of the emoluments of any servant of the republic or of any servant of the railway or local authority which the Government may by notification in the official Gazette declare to be exempt from attachment, and any subsistence grant or allowance made to any such servant while under suspension;
(m) an expectancy of succession by survivorship or other merely contingent or possible right or interest;
(n) a right to future maintenance;
(o) any allowance declared by any Bangladesh law to be exempt from liability to attachment or sale in execution of a decree; and,
(p) where the judgement-debtor is a person liable for the payment of land-revenue, any movable property which, under any law for the time being applicable to him, is exempt from sale for the recovery of an arrear of such revenue.
Explanation 1:
The particulars mentioned in clauses (g), (h), (i), (j), (l) and (o) are exempt from attachment or sale whether before or after they are actually payable, and in the case of salary other than salary of a servant of the republic or a servant of the railway or local authority the attachable portion thereof is exempt from attachment until it is actually payable.
Explanation 2:
In clauses (h) and (i), “salary” means the total monthly emoluments, excluding any allowance declared exempt from attachment under the provisions of clause (l), derived by a person from his employment whether on duty or on leave.
Explanation 3: Omitted
(2) Nothing in this section shall be deemed to exempt houses and other buildings (with the materials and the sites thereof and the lands immediately appurtenant thereto and necessary for their enjoyment) from attachment or sale in execution of decrees for rent of any such house, building, site or land.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৬০। ডিক্রি জারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির নিমিত্তে দায়ীঃ
নিম্নবর্ণিত সম্পত্তিসমূহ ক্রোক ও বিক্রির নিমিত্তে ডিক্রি জারি করা যাবে, যথাঃ জমি, গৃহ বা অন্যান্য দালান কোঠা, মালামাল, টাকা, ব্যাংক নোট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নোট, ইমারত, সরকারি ঋণপত্র, বন্ড বা অন্যবিধ সিকিউরিটি, দেনা, কোম্পানীর শেয়ার এবং অতঃপর এখানে বর্ণিতসমূহ ব্যতীত সাব্যস্ত সেনাদারের অন্য সকল প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যোগ্য সম্পত্তি কিংবা এরূপ সম্পত্তি যার উপর বা যা হতে প্রাপ্য আয় সাব্যস্ত দেনাদারের নিজের প্রয়োজনে ব্যয়ের অধিকার রয়েছে, অনুরূপ সম্পত্তি উক্ত সাব্যস্ত দেনাদারের নিজের নামেই থাকুক বা তার জিম্মাদারীতে কিংবা তার অন্য নামেই থাকুক।
তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত অনুরূপ জিনিসসমূহ ক্রোক অথবা নিলামে বিক্রয় করা যাবে না-
(এ) সাব্যস্ত দেনাদার, তার স্ত্রী এবং সম্ভানগণের আবশ্যকীয় পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসনপত্রাদি, বিছানাপত্র এবং এমন গহনা, যা ধর্মীয় বিধান অনুসারে কোন মহিলার পক্ষে হাত ছাড়া করা সম্ভব নয়;
(বি) কারিগরের হাতিয়ার, যদি সাব্যস্ত দেনার একজন কৃষিজীবী হন, তবে তার চাষের হাতিয়ার, ক্ষেত বা চাষীজীবীর গো-মহিষাদি এবং বীজশস্য যা দেওয়ানী আদালতের বিচারিক বিবেচনায় তার জীবীকা ও চাষাবাদের নিমিত্তে দরকার এবং এমনরূপ সব কৃষিজাত পণ্য, যা উক্ত কার্যবিধির পরবর্তী ধারানুযায়ী দায়মুক্ত বলে ঘাষিত;
(সি) কোন কৃষক বা চাষীর বাসগৃহ ও অন্যান্য গৃহ (ওটার সরঞ্জামসহ অবস্থান, তার সাথে সম্পর্কযুক্ত অন্য ভূমি) যা তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয়;
(ডি) হিসেবের খাতাপত্র;
(ই) ক্ষতিপূরণ এর মোকদ্দমা দায়েরের অধধিকার মাত্র;
(এফ) ব্যক্তিগত সেবার অধিকার;
(জি) সরকারি পেনশন ভোগীদের প্রাপ্য সকল প্রকার মঞ্জুরীকৃত বৃত্তি ও আনুতোষিক বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা যে কোন চাকুরী পারিবারিক পেনশন তহবিল হতে বৃত্তি কিংবা আনুতোষিক এবং রাজনৈতিক পেনশন;
(এইচ) টাকায় বা প্রকারে প্রদেয় শ্রমিক এবং গৃহ ভৃত্যের বেতন বা পারিশ্রমিক;
(আই) প্রথম একশত টাকা পরিমাণের বেতন এবং বাদবাকী বেতনাদির টাকার অর্ধেক।
তবে শর্ত থাকে যে, রাষ্ট্রের একজন কর্মচারী, রেলওয়ের, বা স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মচারীর বেতনের যে অংশ ক্রোকের যোগ্য এবং ক্রমাগত বা একনাগারে সর্বমোট ২৪ মাস যাবত ক্রোক যদি একই ডিক্রির দরুন হয়ে থাকে, তাহলে উক্ত ডিক্রির কারণে ক্রোক হতে ওটা চূড়ান্তভাবে অব্যাহতি পাবে;
(জে) যাদের বেতন ও ভাতার উপর ১৯৯২ সনের আর্মি এ্যাক্ট, ১৯৬১ সনের নেভি অর্ডিন্যান্স কিংবা ১৯৫৩ সনের এয়ার ফোর্স এ্যাক্ট এ প্রযোজ্য তাদের বেতন এবং ভাতাদি;
(কে) সকল ধরণের বাধ্যতামূলক সঞ্চয় এবং ভবিষ্যৎ তহবিল আইন, ১৯২৫ সনের অধীন জমা দেওয়া বা তা হতে প্রাপ্ত সমুদয় বা যা আইন অনুযায়ী ক্রোকের যোগ্য নয় বলে ঘোষিত;
(এল) সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা ক্রোক হতে মুক্ত বলে ঘোষণা করতে পারে এরূপ রাষ্ট্রের যে কোন কর্মচারীর বা রেলওয়ের যে কোন কর্মচারীর বা স্থানীয় কর্তৃপক্ষের যে কোন কর্মচারীর বেতনের অংশ সংযোজনকারী কোন ভাতা এবং সাময়িক বরখাস্তকালে অনুরূপ যে কোন কর্মচারী যে কোন খরপোষ মঞ্জুরী বা ভাতা;
(এম) ওয়ারিশসূত্রে যে সমস্ত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ওটা বা অন্যবিধ ভবিষ্যৎ স্বার্থ বা অধিকার।
(এন) ভবিষ্যতে খোরপোষ ভাতা প্রাপ্তির অধিকার;
(ও) বাংলাদেশের কোন আইনের দ্বারা ঘোষিত এবং ডিক্রি জারির কারণে ক্রোক এবং নিলামে বিক্রি থেকে অব্যাহতিপ্রাপ্ত কোন ভাতাদি; এবং
(পি) বর্তমানে প্রচলিত কোন আইনানুযায়ী বকেয়া ভূমি রাজস্ব পরিশোধের জন্য নীলাম বিক্রি থেকে অব্যাহতিপ্রাপ্ত অস্থাবর সম্পত্তি;
ব্যাখ্যা ১ঃ
বস্তুতঃ পূর্বে অথবা পরে প্রদানযোগ্য হউক না কেন বর্ণিত (জি), (এইচ), (আই), (জে), (এল) এবং (ও) দফায় বর্ণিত বিষয়সমূহ ক্রোক কিংবা বিক্রয় থেকে মুক্ত ও রাষ্ট্রের কর্মচারীর বেতন কিংবা রেলওয়ে কর্মচারীর বেতন বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীর বেতন ব্যতীত বেতনের ক্ষেত্রে ওটার ক্রোকযোগ্য অংশ বস্তুতঃ প্রদানযোগ্য না হওয়া পর্যন্ত ক্রোক হতে অব্যাহতি পাবে।
ব্যাখ্যা ২ঃ
(এইচ) ও (আই) দফায় বেতন বলতে (এল) দফার বিধানগুলির আওতাধীনে ক্রোক থেকে মুক্ত ঘোষিত কোন ভাতা বহির্ভূত কর্তব্যরত কিংবা ছুটিতে থাকাকালীন চাকুরী থেকে কোন লোকের দ্বারা প্রাপ্ত মোট মাসিক বেতন।
ব্যাখ্যা ৩ঃ বাতিল
(২) এই ধারার উল্লেখিত কোন বিধান অনুযায়ী কোন বাসগৃহ না অন্যান্য ইমারত (এটার মাল মসল্লা ও অবস্থান, ভূমি এবং ওটার সংযুক্ত যে ভূমি না থাকলে ওটা ভোগ দখল করা সম্ভব নয়, ওটাসহ) অনুরূপ গৃহ বা ভূমির বকেয়া খাজনার দরুণ ডিক্রি জারির জন্য ক্রোক ও নিলাম বিক্রয় হতে মুক্ত হবে না।