Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 63. Property attached in execution of decrees of several Courts

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 63. Property attached in execution of decrees of several Courts:
(1) Where property not in the custody of any Court is under attachment in execution of decrees of more Courts than one, the Court which shall receive or realise such property and shall determine any claim thereto and any objection to the attachment thereof shall be the Court of highest grade, or, where there is no difference in grade between such Courts, the Court under whose decree the property was first attached.
(2) Nothing in this section shall be deemed to invalidate any proceeding taken by a Court executing one of such decrees.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৬৩। কতিপয় আদালতের ডিক্রি জারিতে ক্রোককৃত সম্পত্তিঃ
(১) কোন আদালতের জিম্মায় গচ্ছিত নয়, এরূপ সম্পত্তি একাধিক আদালতের ডিক্রি জারির দরুন ক্রোক হয়ে থাকলে উক্ত আদালতসমূহের মধ্যে যে আদালত সর্বোচ্চ পর্যায়ের, সেই আদালত উক্ত সম্পত্তি গ্রহণ বা হস্তগত করে তার উপর অর্পিত সকল দাবি-দাওয়া মিটাবেন বা তা ক্রোক সম্পর্কিত আপত্তি বিবেচনা করবেন, কিন্তু যেক্ষেত্রে আদালতগুলোর পর্যায়গত কোন তারতম্য থাকবে না, সেক্ষেত্রে যে আদালত কর্তৃক সর্বপ্রথম সম্পত্তি ক্রোক হয়, সেই আদালত তা করবেন।
(২) অত্র ধারার কোন বিধানই অনুরূপ ডিক্রির কোন একটি ডিক্রি নির্বাহকারী আদালতের মাধ্যমে গ্রহণকৃত কোন কর্মধারাকে অকার্যকর করে বলে পরিগণিত হবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact