The Code of Civil Procedure, 1908 । Section 64. Private alienation of property after attachment to be void
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 64. Private alienation of property after attachment to be void:
Where an attachment has been made, any private transfer or delivery of the property attached or of any interest therein and any payment to the judgement-debtor of any debt, dividend or other monies contrary to such attachment, shall be void as against all claims enforceable under the attachment.
Explanation:
For the purposes of this section, claims enforceable under an attachment include claims for the rateable distribution of assets.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৬৪। ক্রোকের পর সম্পত্তির বেসরকারি হস্তান্তর বাতিল হবেঃ
যেক্ষেত্রে ক্রোক হয়েছে সেক্ষেত্রে ক্রোকাবদ্ধ সম্পত্তি কিংবা ওটার কোন স্বার্থের কোন বেসরকারি হস্তান্তর বা অর্পণ বা তাতে নিহিত কোন স্বার্থের হস্তান্তর এবং অনুরূপ ক্রোকের পরিপন্থী কোন ঋণের, লভ্যাংশের বা অনুরূপ অর্থ সাব্যস্ত দেনাদারকে প্রদান ক্রোকের আওতাধীনে জারিযোগ্য সকল দাবীর বিরুদ্ধে বাতিল বলে বিবেচিত হবে।
ব্যাখ্যাঃ
অত্র ধারার বিধানবলে ডিক্রি জারিকারী আদালত কর্তৃক গৃহীত কোন কার্যাবলী অবৈধ হবে বলে ধরে নেয়া যাবে না।