The Code of Civil Procedure, 1908 । Section 66. Suit against purchaser not maintainable on ground of purchase being on behalf of plaintiff
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 66. Suit against purchaser not maintainable on ground of purchase being on behalf of plaintiff:
(1) No suit shall be maintained against any person claiming title under a purchase certified by the Court in such manner as may be prescribed on the ground that the purchase was made on behalf of the plaintiff or on behalf of someone through whom the plaintiff claims.
(2) Nothing in this section shall bar a suit to obtain a declaration that the name of any purchaser certified as aforesaid was inserted in the certificate fraudulently or without the consent of the real purchaser, or interfere with the right of a third person to proceed against that property, though ostensibly sold to the certified purchaser, on the ground that it is liable to satisfy a claim of such third person against the real owner.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৬৬। বাদির পক্ষে খরিদ করা হয়েছে বিধায় ক্রেতার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা চলবে নাঃ
(১) বাদির পক্ষে কিংবা বাদী যার অধীনে দাবী করে এরূপ কারো পক্ষে খরিদ করা হয়েছিল বলে নির্দিষ্ট হতে পারে, এরূপ পদ্ধতিতে আদালত কর্তৃক প্রত্যয়নযুক্ত খরিদসূত্রে স্বত্ত্ব দাবীদারকারী কোন লোকের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে না।
(২) তবে যদি এই মর্মে একটি ঘোষণা আদায়ের নিমিত্তে মোকদ্দমা রুজু করা হয় যে, উক্তরূপ প্রত্যায়িত লোকের নাম প্রতারণার সাহায্যে কিংবা প্রকৃত খরিদ্দারের অনুমতি ছাড়া প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, তবে এই ধারার কোন বিধান অনুসারে তা ব্যাহত হবে না; অথবা সম্পত্তিটি বাহ্যতঃ প্রত্যায়িত লোকের নিকট বিক্রয় হয়েছিল, তথাপি প্রকৃত মালিকের নিকট হতে কোন তৃতীয় পক্ষের পাওনা পরিশোধের জন্য উক্ত তৃতীয় পক্ষ উক্ত সম্পত্তির উপর কোনরূপ আইনগত কার্যক্রম অবলম্বন করতে চাইলে এই ধারার কোন বিধান ব্যাহত করবে না।