Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 67. Power for Government to make rules as to sales of land in execution of decrees for payment of money

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 67. Power for Government to make rules as to sales of land in execution of decrees for payment of money:
(1) The Government may, by notification in the official Gazette, make rules for any local area imposing conditions in respect of the sale of any class of interests in land in execution of decrees for the payment of money, where such interests are so uncertain or undermined as, in the opinion of the Government, to make it impossible to fix their value.
(2) When on the date on which this Code came into operation in any local area, any special rules as to sale of land in execution of decrees were in force therein, the Government may, by notification in the official Gazette, declare such rules to be in force, or may, by a like notification, modify the same.
Every notification issued in the exercise of the powers conferred by this sub-section shall set out the rules so continued or modified.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৬৭। টাকা পরিশোধের জন্য ডিক্রি জারিতে ভূমি বিক্রয় সম্পর্কিত বিধি প্রণয়নে সরকারের ক্ষমতাঃ
(১) টাকা পরিশোধের ডিক্রি জারির দরুন নিলামে সম্পত্তির কোন শ্রেণীর স্বত্ত্ব বিক্রয়ের ব্যাপারে সরকার যদি মনে করেন যে, উক্ত স্বত্ত্ব অনিশ্চিত বা অনির্ধারিত হওয়ার দরুন ওটার মূল্য নিরূপণ করা অসম্ভব, তবে সরকার কোন স্থানীয় অঞ্চলের জন্য সরকারি গেজেটে বিজ্ঞাপ্তির দ্বারা অনুরূপ স্বত্ত্ব নিলাম বিক্রয়ের জন্য নিয়মাবলী প্রণয়ন করতে পারবেন।
(২) যেক্ষেত্রে কোন স্থানীয় অঞ্চলে এই আইন বলবৎ হওয়ার তারিখে ডিক্রি জারিতে ভূমি বিক্রয় সম্পর্কে কোন বিশেষ বিধি বলবৎ ছিল, সেক্ষেত্রে সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা অনুরূপ নিয়ম বলবৎ বলে ঘোষণা কিংবা এরূপ বিজ্ঞপ্তির মাধ্যমে তা পরিবর্তন করতে পারবেন।
তবে উক্ত উপ-ধারা অনুযায়ী প্রচারিত বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিয়ম বলবৎ রাখা বা পরিবর্তন করা হবে, অনুরূপ প্রত্যেক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিধির বলবৎ বা পরিবর্তনের বর্ণনা থাকতে হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact