Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 70. Rules of procedure

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 70. Rules of procedure:
(1) The Government may make rules consistent with the aforesaid provisions-
(a) for the transmission of the decree from the Court to the Collector, and for regulating the procedure of the Collector and his subordinates in executing the same, and for retransmitting the decree from the Collector to the Court;
(b) conferring upon the Collector or any gazetted subordinate of the Collector all or any of the powers which the Court might exercise in the execution of the decree if the execution thereof had not been transferred to the Collector;
(c) providing for orders made by the Collector or any gazetted subordinate of the Collector, or orders made on appeal with respect to such orders, being subject to appeal to, and revision by, superior revenue-authorities as nearly as may be as the orders made by the Court, or orders made on appeal with respect to such orders, would be subject to appeal to, and revision by, appellate or revisional Courts under this Code or other law for the time being in force if the decree had not been transferred to the Collector.
(2) A power conferred by rules made under sub-section (1) upon the collector or any gazetted subordinate of the Collector, or upon any appellate or revisional authority, shall not be exercisable by the Court or by any Court in exercise of any appellate or revisional jurisdiction which it has with respect to decrees or orders of the Court.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৭০। কার্যপদ্ধতি সংক্রান্ত বিধিঃ
(১) সরকার উপরিউক্ত বিধানগুলোর সাথে সামঞ্জস্য রেখে-
(এ) আদালত হতে কালেক্টরের নিকট ডিক্রি প্রেরণ এবং ওটার জারিতে কালেক্টর এবং তার অধঃস্তনদের কর্মপদ্ধতি নিয়ন্ত্রণের জন্য এবং কালেক্টরের নিকট হতে আদালতে ডিক্রি পুনঃপ্রেরণের জন্য;
(বি) ডিক্রি কালেক্টরের নিকট হস্তান্তরিত না হলে তা জারির ব্যাপারে আদালত যে সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, তৎসকল কিংবা তন্মধ্যে যে কোন ক্ষমতা কালেক্টর বা তাঁর কোন গেজেটেড অধঃস্তন লোকের বরাবরে অর্পণের জন্য;
(সি) ডিক্রি কালেক্টরের নিকট হস্তান্তরিত না হলে, অত্র আইন কিংবা বর্তমানে কার্যকর অন্য আইনের অধীনে আপিল বা রিভিশন আদালতসমূহ আপিল বা রিভিশনে যে আদেশ প্রদান করতে পারত সেরূপ আদেশ যাতে কালেক্টর বা কালেক্টরের আওতাধীন কোন গেজেটেড অধঃস্তন লোক প্রদান করতে পারে বা অনুরূপ আদেশ সম্পর্কে প্রদত্ত আদেশের ন্যায় ঊর্ধ্বতন রাজস্ব কর্তৃপক্ষের নিকট আপিল এবং রিভিশন সম্পর্কিত আদেশ বা অনুরূপ আদেশ সম্পর্কে আপিলে যাতে আদেশ প্রদান করে ওটার ব্যবস্থা করে নিয়মাবলী প্রণয়ন করতে পারে।
(২) উপ-ধারা (১) এর আওতাধীনে বিধানাবলী দ্বারা কালেক্টর বা কালেক্টরের কোন গেজেটেড অধঃস্তন লোক বা কোন আপিল বা রিভিশন সম্পর্কে কর্তৃপক্ষের উপর ক্ষমতা, আদালত দ্বারা বা আদালতের ডিক্রি বা আদেশ সম্পর্কে আপিল বা রিভিশন এখতিয়ারসম্পন্ন কোন আদালত দ্বারা প্রয়োগযোগ্য হবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact