The Code of Civil Procedure, 1908 । Section 80. Notice
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 80. Notice:
(1) A suit may be instituted against the Government or against a public officer, in respect of any act purporting to be done by such public officer in his official capacity, after the expiration of two months next after notice in writing has been delivered to or left at the office of,-
(a) Omitted
(b) (i) in the case of a suit against the Government other than a suit relating to the affairs of the railway, a Secretary to the government or the Collector of the District; and (ii) in the case of a suit against the Government relating to the affairs of the railway, the General Manager of the railway, and in the case of a public officer, delivered to him or left at his office stating the cause of action, the name, description of place of residence of the plaintiff and the relief which he claims; and the plaint shall contain a statement that such notice has been so delivered or left.
(2) Where any such suit is instituted without delivering or leaving such notice as aforesaid or before the expiration of the said period of two months or where the plaint does not contain a statement that such notice has been so delivered or left, the plaintiff shall not be entitled to any costs if settlement as regards the subject-matter of the suit is reached or the Government or the public officer concedes the plaintiff’s claim, within the period of two months from the date of the institution of the suit.
Provided that in a suit instituted without such notice, the Court shall allow not less than three months to the Government to submit its written statement.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৮০। বিজ্ঞপ্তিঃ
(১) পদাধিকার বলে কৃত বলে পরিগণিত কোন কার্যের দরুন সরকার কিংবা সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোন মোকদ্দমা করতে হলে নিম্নবর্ণিত অফিসে লিখিত নোটিশ প্রদান করার পর দুই মাস অতিক্রম না হলে মোকদ্দমা করা চলবে না-
(এ) বাতিল
(বি) (i) রেলওয়ে বিষয় সংক্রান্ত মোকদ্দমা ছাড়া সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে সরকারের সচিব কিংবা জেলা কালেক্টর, এবং (ii) রেলওয়ে সংক্রান্ত মোকদ্দমা সম্পর্কিত সরকারের ক্ষেত্রে রেলওয়ে জেনারেল ম্যানেজারের বরাবরে তদীয় অফিসে, এবং সরকারি কর্মকর্তার ক্ষেত্রে তদীয় অফিসে তার বরাবরে মোকদ্দমার কারণ, বাদীর নাম, বাসস্থানের ঠিকানা এবং বাদীর দাবীকৃত প্রতিকার উল্লেখ করে লিখিত বিজ্ঞপ্তি অৰ্পণ কিংবা রাখার পর দুই মাস অতিক্রান্ত হলে সরকারের বিরুদ্ধে বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যেতে পারে এবং উক্ত বিজ্ঞপ্তি অনুরূপভাবে প্রদত্ত বা রাখা হয়েছে বলে বর্ণনা আরজিতে উল্লেখ থাকবে।
(২) যেক্ষেত্রে উপরে বর্ণিত মতে বিজ্ঞপ্তি বা নোটিশ অর্পণ না করে বা না রেখে কিংবা দুই মাসের উক্ত মেয়াদী সময় অতিক্রান্ত হওয়ার পূর্বে অনুরূপ কোন মোকদ্দমা দায়ের করা হয় বা যেক্ষেত্রে আরজিতে উক্তরূপ বিজ্ঞপ্তি উক্তরূপে অর্পিত বা রাখা হয়েছে বলে বর্ণনা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তুর বিষয়ে সিদ্ধান্তে আসা যায় বা যদি সরকার বা সরকারি অফিসার মোকদ্দমা দায়ের হওয়ার তারিখ হতে দুই মাস মেয়াদী সময়ের ভিতর বাদীর দাবী মেনে নেয়, তাহলে বাদী কোন খরচা পাবে না।
তবে শর্ত থাকে যে, এইরূপ বিজ্ঞপ্তি ছাড়া মোকদ্দমা দায়ের করা হলে আদালত সরকারকে লিখিত বিবৃতি পেশ করতে অনূন্য তিন মাস সময় মঞ্জুর করবে।