Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 83. When aliens may sue

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 83. When aliens may sue:
(1) Alien enemies residing in Bangladesh with the permission of the Government, and alien friends, may sue in the Courts in Bangladesh, as if they were citizens of Bangladesh.
(2) No alien enemy residing in Bangladesh without such permission, or residing in a foreign country, shall sue in any of such Courts.
Explanation:
Every person residing in a foreign country the Government of which is at war with, or engaged in military operations against, Bangladesh, and carrying on business in that country without a licence in that behalf under the hand of a Secretary to the Government shall, for the purpose of sub-section (2), be deemed to be an alien enemy residing in a foreign country.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮৩। বিদেশী কখন মোকদ্দমা করতে পারেঃ
(১) সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে অবস্থানকারী বিদেশী দুশমন এবং বিদেশী মিত্র বাংলাদেশের নাগরিক ছিল মর্মে বাংলাদেশের আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে।
(২) উক্তরূপ অনুমতি ব্যতীত বাংলাদেশে বসবাসকারী বা বিদেশে বসবাসকারী কোন বিদেশী দুশমন অনুরূপ কোন আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবে না।
ব্যাখ্যাঃ
বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, বা সামরিক অভিযানে লিপ্ত বিদেশী রাষ্ট্রে বসবাসকারী এবং সরকারের সচিব কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদানকৃত অনুমতিপত্র ব্যতীত সেই দেশে ব্যবসা পরিচালনাকারী প্রত্যেকে (২) উপ-ধারার উদ্দেশ্যে বিদেশে বসবাসকারী বিদেশী দুশমন বলে গণ্য হবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact