The Code of Civil Procedure, 1908 । Section 84. When foreign States may sue
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 84. When foreign States may sue:
(1) A foreign State may sue in any Court in Bangladesh:
Provided that such State has been recognized by the Government.
Provided, also, that the object of the suit is to enforce a private right vested in the head of such State or in any officer of such State in his public capacity.
(2) Every Court shall take judicial notice of the fact that a foreign State has or has not been recognized by the Government.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৮৪। বিদেশী রাষ্ট্র কখন মোকদ্দমা করতে পারেঃ
(১) কোন বিদেশী রাষ্ট্র বাংলাদেশে যে কোন আদালতে মোকদ্দমা করতে পারবেঃ
তবে শর্ত থাকে যে, সেই রাষ্ট্র সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।
আরও শর্ত থাকে যে, ঐরূপ রাষ্ট্রের প্রধান বরাবরে বা সরকারি ক্ষমতায় ঐ রাষ্ট্রে যে কোন কর্মকর্তা বরাবরে ন্যস্ত কোন ব্যক্তিগত অধিকার কার্যকর করাই মোকদ্দমার উদ্দেশ্য হবে।
(২) কোন বিদেশী রাষ্ট্র সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়েছে কিনা, তা সম্পর্কে প্রত্যেক আদালত বিচারিক দৃষ্টি ভঙ্গি গ্রহণ করবে।