Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 85. Persons specially appointed by Government to prosecute or defend for Rules of foreign States

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 85. Persons specially appointed by Government to prosecute or defend for Rules of foreign States:
(1) Persons specially appointed by order of the Government at the request of the Ruler of any foreign State, or at the request of any person competent, in the opinion of the Government, to act on behalf of such Ruler, to prosecute or defend any suit on his behalf, shall be deemed to be the recognized agents by whom appearances, acts and applications under this Code may be made or done on behalf of such Ruler.
(2) An appointment under this section may be made for the purpose of a specified suit or of several specified suits, or for the purpose of all such suits as it may from time to time be necessary to prosecute or defend on behalf of the Ruler.
(3) A person appointed under this section may authorise or appoint persons to make appearances and applications and do acts in any such suit or suits as if he were himself a party thereto.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮৫। বিদেশী রাষ্ট্রের শাসনকর্তার পক্ষে মোকদ্দমা পরিচালনা এবং আত্মপক্ষ সমর্থনের নিমিত্তে সরকার কর্তৃক বিশেষভাবে নিযুক্ত ব্যক্তিবর্গঃ
(১) কোন বিদেশী রাষ্ট্রশাসকের অনুরোধে বা সরকারের মতে উক্ত শাসনকর্তার পক্ষ হতে কাজ করতে এবং তার পক্ষে মোকদ্দমা পরিচালনা বা আত্মপক্ষ সমর্থন করতে উপযুক্ত লোকের অনুরোধক্রমে সরকারের আদেশবলে বিশেষভাবে নিযুক্ত কোন ব্যক্তিগত উক্ত শাসনকর্তার পক্ষে এই আইনের আওতাধীনে উপস্থিত হতে, কার্য করতে আবেদন দাখিল করার জন্য স্বীকৃত প্রতিনিধি বলে বিবেচিত হবে।
(২) এই ধারানুযায়ী কোন নির্দিষ্ট মোকদ্দমার জন্য বা শাসনকর্তার পক্ষে মোকদ্দমা পরিচালনা কিংবা আত্মপক্ষ সমর্থন করতে সময় প্রয়োজন হতে পারে এরূপ সকল প্রকার মোকদ্দমার জন্য উক্ত ধারার অধীনে নিয়োগ করা যেতে পারে।
(৩) এই ধারার আওতাধীনে নিয়োগকৃত কোন মোকদ্দমা কিংবা মোকদ্দমাসমূহে স্বয়ং পক্ষ ছিল গণ্যে অনুরূপ মোকদ্দমা বা মোকদ্দমাসমূহে উপস্থিত এবং আবেদন ও কর্মপদ্ধতি সম্পাদন করতে কাউকে ক্ষমতা প্রদান বা নিযুক্ত করতে পারে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact