Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 86. Suits against Rulers

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 86. Suits against Rulers:
(1) Any Ruler of foreign State may, with the consent of the Government, certified by the signature of a Secretary to that Government but not without such consent, be sued in any competent Court.
(2) Such consent may be given with respect to a specified suit or to several specified suits or with respect to all suits of any specified class or classes, and may specify, in the case of any suit or class of suits, the Court in which the Ruler may be sued; but it shall not be given unless it appears to the consenting authority that the Ruler-
(a) has instituted a suit in the Court against the person desiring to sue him, or
(b) by himself or another trades within the local limits of the jurisdiction of the Court, or
(c) is in possession of immovable property situated within those limits and is to be sued with reference to such property or for money charged thereon.
(3) No such Ruler shall be arrested under this Code, and, except with the consent of the Government certified as aforesaid, on decree shall be executed against the property of any such Ruler.
(4) Omitted
(5) A person may, as a tenant of immovable property, sue, without such consent as is mentioned in this section, a Ruler from whom he holds or claims to hold the property.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮৬। শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমাঃ
(১) সরকারের কোন সচিবের স্বাক্ষরিত প্রত্যায়িত সম্মতিতে, কোন বিদেশী শাসনকর্তার বিরুদ্ধে উপযুক্ত আদালতে মোকদ্দমা দায়ের করা চলবে, কিন্তু এরূপ অনুমতি ব্যতিরেকে নয়।
(২) কোন নির্দিষ্ট মোকদ্দমা কিংবা বহু নির্দিষ্ট মোকদ্দমা বা যে কোন নির্দিষ্ট শ্রেণী বা শ্রেণীসমূহের সকল মোকদ্দমার ক্ষেত্রে অনুরূপ সম্মতি প্রদত্ত হতে পারে এবং অনুরূপ সম্মতিতে কোন মোকদ্দমা বা মোকদ্দমাসমূহের শ্রেণীর ক্ষেত্রে যে আদালত উক্ত শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা করা যেতে পারে সেই আদালতে নির্ধারিত করে দিতে পারে; কিন্তু এটা প্রদত্ত হবে না, যদি না সম্মতি জ্ঞাপনকারী কর্তৃপক্ষের নিকট এটা প্রতীয়মান হয় যে শাসনকর্তা-
(এ) তার বিরুদ্ধে মোকদ্দমা করতে ইচ্ছুক লোকের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করেছে, বা
(বি) স্বয়ং বা অন্য লোক কর্তৃক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমানায় ব্যবসা করে, বা
(সি) উক্ত এখতিয়ার সীমানায় অবস্থিত স্থাবর সম্পত্তি দখলে থাকে এবং উক্তরূপ সম্পত্তির ব্যাপারে বা ওটার উপর ধার্যকৃত টাকার দরুন মোকদ্দমার সম্মুখীন হন তবে সম্মতি প্রদান করা যাবে না।
(৩) এই আইনের অন্তর্ভুক্ত এরূপ কোন শাসককে গ্রেফতার করা যাবে না এবং পূর্বোক্তরূপ সরকার এর প্রত্যায়িত সম্মতি ব্যতীত এরূপ কোন শাসনকর্তার সম্পত্তির উপর ডিক্রি জারি হবে না।
(৪) বাতিল
(৫) এই ধারায় উল্লেখিত অনুরূপ সম্মতি ব্যতিরেকে স্থাবর সম্পত্তির প্রজা হিসেবে কোন লোক শাসনকর্তার সম্পত্তির দখলকার হয় বা দখলের জন্য দাবী করে সেই শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা করতে পারবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact