Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 88. Where interpleader suit may be instituted

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 88. Where interpleader suit may be instituted:
Where two or more persons claim adversely to one another the same debt, sum of money or other property, movable or immovable, from another person, who claims no interest therein other than for charges or costs and who is ready to pay or deliver it to the rightful claimant, such other person may institute a suit of interpleader against all the claimants for the purpose of obtaining a decision as to the person to whom the payment or delivery shall be made and of obtaining indemnity for himself.
Provided that where any suit is pending in which the rights of all parties can properly be decided, no such suit of interpleader shall be instituted.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮৮। ইন্টারপ্লিডার মোকদ্দমা কখন রুজু করা যেতে পারেঃ
যেক্ষেত্রে দুই বা ততোধিক লোক, দায়বদ্ধতা কিংবা মোকদ্দমার খরচ ব্যতীত অন্য কোন স্বার্থ দাবী করে এবং ন্যায্য দাবীদারের নিকট পরিশোধ বা অর্পণ করতে প্রস্তুত থাকে এরূপ অন্য লোকের নিকট হতে একই ঋণ, টাকার অংক বা স্থাবর বা অস্থাবর অন্য সম্পত্তি পরস্পর বিরোধী দাবীদার হয় সেক্ষেত্রে ঐরূপ অন্য লোক কোন লোকের নিকট ওটা পরিশোধ অথবা অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের এবং তার নিজের জন্য ক্ষতিপূরণ লাভের উদ্দেশ্যে সকল দাবীদারদের বিরুদ্ধে ইন্টারপ্লিডার মোকদ্দমা দায়ের করতে পারে।
তবে শর্ত থাকে যে, সকল পক্ষের অধিকার যা দ্বারা নির্ধারিত হতে পারে, এমন মোকদ্দমা যেসকল ক্ষেত্রে বিচারাধীন আছে, তদক্ষেত্রে উক্তরূপ ইন্টারপ্লিডার মোকদ্দমা রুজু করা যাবে না।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact