Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 89A. Mediation

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 89A. Mediation:
(1) Except in a suit under the Artha Rin Adalat Ain, 2003 (Act No. 8 of 2003), after filing of written statement, if all the contesting parties are in attendance in the Court in person or by their respective pleaders, the Court shall, by adjourning the hearing, mediate in order to settle the dispute or disputes in the suit, or refer the dispute or disputes in the suit to the concerned Legal Aid Officer appointed under the Legal Aid Act, 2000 (Act No. 6 of 2000), or to the engaged pleaders of the parties, or to the party or parties, where no pleader or pleaders have been engaged, or to a mediator from the panel as may be prepared by the District Judge under sub-section (10), for undertaking efforts for settlement through mediation.
(2) When the reference under sub-section (1) is made through the pleaders, the pleaders shall, by their mutual agreement in consultation with their respective clients, appoint another pleader, not engaged by the parties in the suit, or a retired judge, or a mediator from the panel as may be prepared by the District Judge under sub-section (10), or any other person whom they may seem to be suitable, to act as a mediator for settlement.
Provided that, nothing in this sub-section shall be deemed to prohibit appointment of more than one person to act as mediator.
Provided further that, a person holding an office of profit in the service of the Republic shall not be eligible for appointment as mediator.
(3) While referring a dispute or disputes in the suit for mediation under sub-section (1), it shall be for the pleaders, their respective clients and the mediator to mutually agree on and determine the fees and the procedure to be followed for the purpose of settlement through mediation; and when the Court or Legal Aid Officer shall mediate, it shall determine the procedure to be followed, and shall not charge any fee for mediation.
Provided that if the pleaders, their respective clients and the mediator fail to determine the fees, the Court shall fix the fees and the fees so fixed shall be binding upon the parties.
(4) Within ten days from the date of reference under sub-section (1), the parties shall inform the Court in writing whom they have appointed as mediator, and if the parties fail to appoint the mediator during this time, the Court shall, within seven days, appoint a mediator from the panel as mentioned in sub-section (10) and the mediation under this section shall be concluded within 60 (sixty) days from the day on which the Court is so informed, or the dispute or disputes are referred to Legal Aid Officer, or a mediator is appointed by the Court, as the case may be, unless the Court of its own motion or upon a joint prayer of the parties, extends the time for a further period of not exceeding 30 (thirty) days.
(5) The Legal Aid Officer or mediator, as the case may be, shall, without violating the confidentiality of the parties to the mediation proceedings, submit to the court a report of result of the mediation proceedings; and if the result is of compromise of the dispute or disputes in the suit, the terms of such compromise shall be reduced into writing in the form of an agreement, bearing signatures or left thumb impressions of the parties as executants, and signatures of the pleaders, if any, and the Legal Aid Officer or mediator, as the case may be, as witnesses; and the Court shall, within seven days from receiving the said report, pass an order or a decree in accordance with relevant provisions of Order XXIII of the Code.
(6) When the Court itself mediates, it shall prepare a report and pass an order in the manner to that as stated in sub-section (5).
(7) When the mediation fails to produce any compromise, the Court shall, subject to the provision of sub-section (9), proceed with hearing of the suit from the stage at which the suit stood before the decision to mediate or reference for mediation under sub-section (1), and in accordance with provisions of the Code in a manner as if there had been no decision to mediate or reference for mediation as aforesaid.
(8) The proceedings of mediation under this section shall be confidential and any communication made, evidence adduced, admission, statement or comment made and conversation held between the parties, their pleaders, representatives, Legal Aid Officer and the mediator, shall be deemed privileged and shall not be referred to and admissible in evidence in any subsequent hearing of the same suit or any other proceeding.
(9) When a mediation initiative led by the Court itself fails to resolve the dispute or disputes in the suit, the same court shall not hear the suit, if the Court continues to be presided by the same judge who led the mediation initiative; and in that instance, the suit shall be heard by another court of competent jurisdiction.
(10) For the purposes of this section, the District Judge shall, in consultation with the President of the District Bar Association, prepare a panel of mediators (to be updated from time to time) consisting of pleaders, retired judges, persons known to be trained in the art of dispute resolution, and such other person or persons, except persons holding office of profit in the service of the Republic, as may be deemed appropriate for the purpose, and shall inform all the Civil Courts under his administrative jurisdiction about the panel.
Provided that, a mediator under this subsection, shall not act as a mediator between the parties, if he had ever been engaged by either of the parties as a pleader in any suit in any Court.
(11) Notwithstanding anything contained in the Court-fees Act, 1870 (Act No. VII of 1870), where a dispute or disputes in a suit are settled on compromise under this section, the Court shall issue a certificate directing refund of the court fees paid by the parties in respect of the plaint or written statement; and the parties shall be entitled to such refund within 60 (sixty) days of the issuance of the certificate.
(12) No appeal or revision shall lie against any order or decree passed by the Court in pursuance of settlement between the parties under this section.
(13) Nothing in this section shall be deemed to otherwise limit the option of the parties regarding withdrawal, adjustment and compromise of the suit under Order XXIII of the Code.
Explanation:
(1) “Mediation” under this section shall mean flexible, informal, non-binding, confidential, non-adversarial and consensual dispute resolution process in which the mediator shall facilitate compromise of disputes in the suit between the parties without directing or dictating the terms of such compromise.
(2) “Compromise” under this section shall include also compromise in part of the disputes in the suit.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৮৯এ। মধ্যস্থতাঃ
(১) অর্থঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮নং আইন) এর আওতাধীন ব্যতীত লিখিত জবাব পেশের পর সকল প্রতিদ্বন্দ্বী বিবাদী নিজ দায়িত্বে কিংবা তাদের নিজ নিজ আইনজীবীর দ্বারা হাজির হলে আদালত মোকদ্দমার বিরোধ বা বিরোধসমূহ নিষ্পত্তির লক্ষ্যে শুনানী বন্ধ রেখে মধ্যস্থতা করতে পারবে, বা ম্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে পক্ষসমূহের নিযুক্ত আইনজীবী বা আইনজীবীদের নিকট বা আইনজীবী নিযুক্তকৃত না থাকলে পক্ষ বা পক্ষসমূহের নিকট মোকদ্দমার বিরোধ কিংবা বিরোধসমূহ নিষ্পত্তির ব্যাপারটি পাঠাতে পারবে, বা ১০নং উপ-ধারানুযায়ী জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেলের কোন মধ্যস্থতাকারীর নিকট পাঠাতে পারবে।
(২) ১নং উপ-ধারানুযায়ী ব্যাপারটি আইনজীবীগণের দ্বারা প্রেরণ করা হয়ে থাকলে, আইনজীবীগণ তাদের নিজ নিজ ক্লাইন্টদের সাথে যুক্তিপরামর্শ অনুযায়ী উভয়ের সম্মতির দ্বারা নিযুক্ত নন, কিংবা অবসরপ্রাপ্ত কোন জজ, অথবা ১০নং উপ-ধারার আওতাধীনে জেলা জজের মাধ্যমে প্রণয়নকৃত প্যানেল থেকে মধ্যস্থতাকারী বা তারা যে লোককে নিষ্পত্তির নিরীক্ষে মধ্যস্থতাকারী হিসাবে কার্যধারা পালন করতে যোগ্য মনে করেন, সেই লোককে নিয়োগ দিতে পারবে।
তবে শর্ত থাকে যে, মধ্যস্থতাকারী হিসেবে একের অধিক লোকের নিযুক্তি নিষিদ্ধতার আওতাভুক্ত করে কোন কিছুই এই উপ-ধারায় উল্লেখিত হয় নাই মনে করতে হবে।
তবে আরো শর্ত থাকে যে, প্রজাতন্ত্রের লাভজনক পদে উপনীত কোন লোক মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হওয়ার অযোগ্য গণ্য হবে।
(৩) ১নং উপ-ধারার আওতাধীনে বিরোধ কিংবা বিরোধসমূহ ব্যাপারটি মধ্যস্থতার উদ্দেশ্যে পাঠানো হলে আদালত আইনজীবীদের ও মধ্যস্থতাকারীদের ফি কত হবে কিংবা মধ্যস্থতাকারী এবং পক্ষগণ কোন পদ্ধতি অনুসরণ করবে তা নির্ণয় করবে এবং সংশ্লিষ্ট আইনজীবী তাদের ক্লাইন্ট ও মধ্যস্থতাকারী পারস্পরিক সম্মতির ভিত্তিতে ফি ও মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে উন্নত পদ্ধতি নির্ণয় করবে; যখন কোর্ট মধ্যস্থতা করবে, তখন এটার অনুসৃত নীতি নির্ধারণ করবে, এবং মধ্যস্থতার লক্ষ্যে কোন প্রকার ফি চার্জ করবে না।
(৪) ১নং উপ-ধারানুযায়ী রেফারেন্স গ্রহণের তারিখ থেকে দশ দিনের ভিতর পক্ষসমূহ লিখিতরূপে কোর্টকে জানাবে যে, তারা মধ্যস্থতার ভিত্তিতে মোকদ্দমার উল্লেখিত বিরোধ বা বিরোধসমূহ সুরাহা নিশ্চিত করবে কিনা ও কাউকেও তারা মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্তি দিয়েছেন, অপারগতা প্রতীয়মান হলে ১নং উপ-ধারার নিয়ন্ত্রণাধীনে গ্রহণকৃত রেফারেন্স বাতিল বলে ধরে নিতে হবে এবং কোর্ট মোকদ্দমার হেতুভাষণের উদ্দেশ্যে আগ্রসর হবে ও মধ্যস্থতার দ্বারা মোকদ্দমায় বর্ণিত বিরোধ বা বিরোধসমূহ সুরাহার ব্যাপারে ঐক্যমত হয়ে এবং উপরোল্লিখিত মধ্যস্থতার নিযুক্তি সম্পর্কে পক্ষসমূহ কোর্টকে জানাবেন, কোর্টকে জানানোর ৬০ (ষাট) দিনের ভিতর মধ্যস্থতা সম্পাদন করতে হবে, যদি না কোর্ট নিজ উদ্যোগে বা পক্ষসমূহের যৌথ আবেদনে অনুর্ধ ৩০ (ত্রিশ) দিনের বেশী সময় বাড়ায়।
(৫) মধ্যস্থতা কার্যে পক্ষসমূহের গোপনীয় অবস্থা প্রকাশ না করে মধ্যস্থতাকারী মধ্যস্থতা কার্যের একটি প্রতিলিপি আইনজীবীগণের দ্বারা কোর্টকে পেশ করবেন; এবং ফলাফল যদি মোকদ্দমায় বর্ণিত বিরোধ বা বিরোধসমূহের আপোষরফা হয়, তাহলে মীমাংসার শর্তসমূহ চুক্তির অবকাঠামোতে প্রণয়ন করতে হবে, যার উপর পক্ষসমূহের ও সাক্ষী হিসেবে আইনজীবীগণের এবং মধ্যস্থতাকারী দস্তখত বা বৃদ্ধাঙ্গুলীর ছাপ থাকবে, এবং তারপর কোর্ট অত্র কার্যবিধির ২৩নং আদেশের সংশ্লিষ্ট বিধানাবলী অনুযায়ী আদেশ বা ডিক্রি অনুমোদন করবে।
(৬) কোর্ট নিজে মধ্যস্থতা করলে ৫নং উপ-ধারায় বর্ণিত প্রক্রিয়ার মতই একটি প্রতিবেদন প্রণয়ন করবে এবং আদেশ প্রদান করবে।
(৭) মধ্যস্থতার মাধ্যমে মীমাংসায় পৌঁছাতে অপারগ হলে, উপ-ধারা ৯ এর শর্তানুযায়ী কোর্ট মোকদ্দমার শুনানীর সেই স্তর হতে আগাবেন, মধ্যস্থতার সিদ্ধান্তের বা উপ-ধারা ১ এর আওতাধীনে মধ্যস্থতার উদ্দেশ্যে পাঠানোর আগে মোকদ্দমা যে স্তরে ছিল, এবং অত্র কার্যবিধির সেই প্রক্রিয়া অনুযায়ী অগ্রসর হবে যাতে মধ্যস্থতার বা মধ্যস্থতার লক্ষ্যে রেফারেন্স গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই।
(৮) এই ধারার অধীনে মধ্যস্থতা অবশ্যই গোপন থাকবে এবং পক্ষসমূহের তাদের আইনজীবীদের প্রতিনিধিগণের বা মধ্যস্থতাকারীর কোন যোগাযোগ, পেশকৃত সাক্ষ্য, স্বীকৃতি, প্রদানকৃত বিবরণাদি কিংবা মন্তব্য ও কথোপকথন বিশেষ সুবিধা বলে পরিগণিত হবে এবং একই মোকদ্দমার বা অপর কোন কার্যপ্রণালী পরবর্তী শুনানীতে উল্লেখ করা যাবে না এবং সাক্ষ্যে তা গ্রহণকৃত হবে না।
(৯) কোর্ট দ্বারা মধ্যস্থতায় গ্রহণকৃত পদক্ষেপ মোকদ্দমায় বিদ্যমান বিরোধ কিংবা বিরোধসমূহ সুরাহায় ব্যর্থতায় পর্যবসিত হলে উক্ত কোর্ট মোকদ্দমাটির হেতুভাষণ শুনবে না, যদি মধ্যস্থতার রেফারেন্স গ্রহণকারী জজ অত্র কোর্টের বিচারক হন, এবং তদক্ষেত্রে মোকদ্দমাটি সঠিক এখতিয়ারবান অপর কোন কোর্ট কর্তৃক শ্রুত হবে।
(১০) এই ধারার উদ্দেশ্যে জেলা বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এর সাথে পরামর্শ মোতাবেক অবসরপ্রাপ্ত জজ, বিরোধ সুরাহায় প্রশিক্ষিত বলে জানা কোন লোক এবং প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত নন এরূপ ব্যক্তিবর্গ ব্যতিরেকে অন্য কোন লোক বা ব্যক্তিবর্গ যাঁরা এই উদ্দেশ্যে সঠিক বলে গণ্য, তাদের সাথে মিলিতভাবে জেলা জজ মধ্যস্থাতাকারীগণের একটি ফর্দ প্রস্তুত করবেন (সময়ে সময়ে তা হালনাগাদ সম্পন্ন করতে হবে) এবং তাঁর প্রশাসনিক এখতিয়ার এর অধীন সমস্ত সিভিল কোর্টকে ফর্মের ব্যাপারে তিনি জানাবেন।
তবে শর্ত থাকে যে, কোন কোর্টে কোন মোকদ্দমার কোন পক্ষ দ্বারা কোন সময় কোন যুক্তি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলে পক্ষসমূহের ভিতর তিনি মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন না।
(১১) এই ধারানুসারে সুরাহার প্রেক্ষিতে কোর্ট কোন আদেশ কিংবা ডিক্রি প্রদান করলে তার বিরুদ্ধে কোনরূপ আপিল বা রিভিশন করা যাবে না।
(১২) কোর্ট ফি আইন, ১৮৭০ (১৮৭০ সনের ৭নং আইন) এ যা কিছুই উল্লেখিত থাকুক না কেন, কোন মোকদ্দমার বিরোধ বা বিরোধসমূহ এই ধারার আওতাধীনে মীমাংসায় নিস্পত্তি হলে পক্ষসমূহের মাধ্যমে আরজি বা জবাবে প্রদানকৃত কোর্ট ফি ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করে কোর্ট একটি সার্টিফিকেট ইস্যু করবে এবং সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে ষাট দিনের ভিতর পক্ষসমূহ তা ফেরত পাবার অধিকার সংরক্ষণ করবে।
(১৩) এই কার্যবিধির ২৩নং আদেশের আওতাধীনে মোকদ্দমা তুলে নেওয়া, সমন্বয়করণ এবং রফা করার পক্ষসমূহের বাসনাকে এই ধারা অন্যভাবে সংকোচিত করেছে ধরে কোন কিছূই ধরে নেওয়া যাবে না।
ব্যাখ্যাঃ
(১) এই ধারার অধীনে “মধ্যস্থতা” বলতে বুঝাবে নমনীয়তা, অনানুষ্ঠানিক, অবাধ্যতামূলক, গোপনীয়তা, অ-প্রতিদ্বন্দিতামূলক এবং সমঝোতামূলক বিরোধ আপোষ রফার প্রক্রিয়া যার দ্বারা মধ্যস্থতাকারী রফার কোন শর্ত ইঙ্গিত না করে কিংবা এতদসম্পর্কে আদেশ প্রদান না করে পক্ষসমূহের মধ্যে বিদ্যমান মোকদ্দমার বিরোধসমূহ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করবে।
(২) এই ধারার অধীন “মীমাংসা” অন্তর্ভুক্ত করবে মোকদ্দমার বিরোধসমূহের আংশিক মীমাংসাও।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact