The Code of Civil Procedure, 1908 । Section 89D. Special provisions for mediation
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 89D. Special provisions for mediation:
The Contesting parties to a suit or of an appeal, pending in any Court before the commencement of the Code of Civil Procedure (Amendment) Act, 2012, may by filing an application stating their willingness to settle the dispute through mediation, such suit or appeal shall be disposed of in accordance with the provision of section 89A or 89C.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৮৯ডি। মধ্যস্থতার জন্য বিশেষ বিধানঃ
প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহের যে মোকদ্দমা বা আপিল দেওয়ানী কার্যবিধি (সংশোধন) আইন, ২০১২ প্রবর্তিত হওয়ার পূর্বে যদি কোন আদালতে বিচারাধানী থাকলে, তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ইচ্ছা পোষণের লক্ষ্যে বিবরণাদিসহ আবেদন করে, তবে এরূপ মোকদ্দমা বা আপিল ধারা ৮৯এ বা ৮৯সি এর বিধান মতে নিষ্পত্তি করতে হবে।