The Code of Civil Procedure, 1908 । Section 89E. Application and commencement of the provisions of sections 89A and 89C
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 89E. Application and commencement of the provisions of sections 89A and 89C:
(1) The provision of section 89A or 89C shall be, applied to such area, and commenced on such date, as the government may, by notification in the official Gazette, fix.
(2) Where any mediation process for settlement of dispute in respect of any suit or appeal is pending under section 89A or 89C before the commencement of the Code of Civil Procedure (Amendment) Act, 2012, such mediation shall continue as if the provision of section 89A or 89C were not amended by the Code of Civil Procedure (Amendment) Act, 2012.
ধারার বাংলা ভার্সনঃ
৮৯ই। ধারা ৮৯এ ও ধারা ৮৯সি এর বিধানাবলীর প্রয়োগ ও প্রবর্তনঃ
(১) ধারা ৮৯এ বা ৮৯সি এর বিধান যে সমস্ত এলাকায় প্রয়োগযোগ্য এবং যে তারিখে কার্যকর হবে, তা সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারণ করবে।
(২) যেখানে দেওয়ানী কার্যবিধি (সংশোধন) আইন, ২০১২ প্রবর্তনের পূর্বে ৮৯এ বা ৮৯সি ধারার বিধান মতে যে সমস্ত বিবাদ মধ্যস্থতার মাধ্যমে বিচার বা আপিলের জন্য বিচারাধীন ছিল, সেখানে তা ধারা ৮৯এ বা ৮৯সি এর বিধানাবলী অনুযায়ী চালু থাকবে এবং মর্মে যেন উক্ত ধারাগুলো দেওয়ানী কার্যবিধি (সংশোধন) আইন, ২০১২ সংশোধিত হয় নাই।