The Code of Civil Procedure, 1908 । Section 91. Public nuisances
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 91. Public nuisances:
(1) In the case of a public nuisance the Attorney General, or two or more persons having obtained the consent in writing of the Attorney General, may institute a suit, though no special damage has been caused, for a declaration and injunction or for such other relief as may be appropriate to the circumstances of the case.
(2) Nothing in this section shall be deemed to limit or otherwise affect any right of suit which may exist independently of its provisions.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৯১। গণ উৎপাতঃ
(১) গণউৎপাতের ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ না হলেও এটর্নী জেনারেল বা এটর্নী জেনারেল এর লিখিত সম্মতিপ্রাপ্ত দুই বা ততোধিক লোক ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মোকদ্দমার পরিস্থিতির আলোকে অন্য কোন যথাযথ প্রতিকারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে।
(২) অত্র ধারার বিধান বহির্ভূত মোকদ্দমা দায়ের করার অধিকারকে এই ধারার কোন বিধানই সীমিত কিংবা অন্যভাবে প্রভাবিত করবে না।