The Code of Civil Procedure, 1908 । Section 94. Supplemental proceedings
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 94. Supplemental proceedings:
In order to prevent the ends of justice from being defeated the Court may, if it is so prescribed,-
(a) issue a warrant to arrest the defendant and bring him before the Court to show cause why he should not give security for his appearance, and if he fails to comply with any order for security commit him to the civil prison;
(b) direct the defendant to furnish security to produce any property belonging to him and to place the same at the disposal of the Court or order the attachment of any property;
(c) grant a temporary injunction and in case of disobedience commit the person guilty thereof to the civil prison and order that his property be attached and sold;
(d) appoint a receiver of any property and enforce the performance of his duties by attaching and selling his property;
(e) make such other interlocutory orders as may appear to the Court to be just and convenient.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৯৪। অতিরিক্ত কার্যক্রমঃ
নির্ধারিত থাকলে ন্যায় বিচার পরাভূত নিরোধ করতে আদালত-
(এ) বিবাদীকে গ্রেফতার করার পরোয়ানা জারি করা এবং আদালতে তার উপস্থিতির জন্য কোন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে হাজির করাতে এবং সে যদি জামানত এর জন্য আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানী কারাগারে আটক রাখা;
(বি) বিবাদী তার কোন সম্পত্তি আদালতে উপস্থিত করানোর জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দেওয়ার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দেওয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া;
(সি) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অমান্য করলে দোষী লোককে দেওয়ানী কারাগারে আটক করা এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ এবং নিলামে বিক্রয় করতে আদেশ প্রদান করা।
(ডি) যে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে তার কর্তব্য সম্পাদন করতে বাধিত করা;
(ই) আদালতের নিকট ন্যায্য এবং সুবিধাজনক মনে হলে, অনুরূপ অন্তর্বর্তীকালীন আদেশ দান করতে পারে।