Thursday , January 2 2025

The Code of Civil Procedure, 1908 । Section 97. Appeal from final decree where no appeal from preliminary decree

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)


ধারার ইংরেজী ভার্সনঃ

Section 97. Appeal from final decree where no appeal from preliminary decree:
Where any party aggrieved by a preliminary decree passed after the commencement of this Code does not appeal from such decree, he shall be precluded from disputing its correctness in any appeal which may be preferred from the final decree.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৯৭। প্রাথমিক ডিক্রি হতে আপিল দায়ের না করলে চূড়ান্ত ডিক্রি হতে আপিলঃ
যখন কোন পক্ষ অত্র আইন বলবৎ হওয়ার পর প্রদত্ত কোন প্রাথমিক ডিক্রির ফলে সংক্ষুব্ধ হয়েও উক্ত ডিক্রি হতে আপিল দায়ের না করে, তখন চূড়ান্ত ডিক্রি হতে দায়ের হতে পারে এরূপ কোন আপিলে ওটার সঠিকতা সম্পর্কে বিবাদ হতে সে নিবৃত্ত থাকবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact