The Code of Civil Procedure, 1908 । Section 98. Decision where appeal heard by two or more Judges
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 98. Decision where appeal heard by two or more Judges:
(1) Where an appeal is heard by a Bench of two or more Judges, the appeal shall be decided in accordance with the opinion of such Judges or of the majority (if any) of such Judges.
(2) Where there is no such majority which concurs in a judgement varying or reversing the decree appealed from, such decree shall be confirmed.
Provided that where the Bench hearing the appeal is composed of two Judges belonging to a Court consisting of more than two Judges, and the Judges composing the Bench differ in opinion on a point of law, they may state the point of law upon which they differ and the appeal shall then be heard upon that point only by one or more of the other Judges, and such point shall be decided according to the opinion of the majority (if any) of the Judges who have heard the appeal, including those who first heard it.
(3) Nothing in this section shall be deemed to alter or otherwise affect any provision of the letters patent of High Court Division.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৯৮। দুই বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্তঃ
(১) যেক্ষেত্রে দুই বা ততোধিক বিচারক সমন্বিত বেঞ্চ কর্তৃক আপিলের শুনানী হয়, সেক্ষেত্রে উক্ত বিচারকগণের বা তাদের মধ্যে অধিকাংশের (যদি কোন) মতানুসারে আপিলের সিদ্ধান্ত গৃহীত হবে।
(২) যেক্ষেত্রে আপিলকৃত ডিক্রি পরিবর্তন বা রদ করে অনুরূপ মত প্রদানের অনুরূপ সংখ্যাগরিষ্ঠতা না থাকে, সেক্ষেত্রে উক্ত ডিক্রি বহাল রাখা হবে।
তবে শর্ত থাকে যে, যেখানে কোন আদালতে দুইজনের অধিক বিচারক আছে সেই আদালতে দুইজন বিচারক এর সমন্বয়ে বেঞ্চ গঠিত হয় এবং এই দুইজন বিচারকের মধ্যে কোন একটি আইনের প্রশ্নে পার্থক্য দেখা দেয়, সেক্ষেত্রে তারা যে আইনের ক্ষেত্রে মত পার্থক্য পোষণ করেন, সেই আইনের প্রশ্ন বিবৃত করতে পারেন এবং তখন আপিলে কেবল উক্ত প্রশ্নে অন্য এক বা একাধিক বিচারক শ্রবণ করবেন এবং অনুরূপ বিষয়টি প্রথমবারের আপিল শ্রবণকারী বিচারকগণসহ অধিকাংশের (যদি কোন) মতানুযায়ী অনুরূপ প্রশ্নের সিদ্ধান্ত হবে।
(৩) অত্র ধারার কোন বিধানই হাইকোর্ট বিভাগের ক্ষমতাপত্রের লেটার্স পেটেন্টের বিধানসমূহে পরিবর্তন বা অন্যভাবে প্রভাবিত করে বলে গণ্য হবে না।