Sunday , July 20 2025

The Limitation Act, 1908 | তামাদি আইন, ১৯০৮

তামাদি আইন, ১৯০৮

(১৯০৮ সালের ৯নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।

An Act to consolidate and amend the law for the Limitation of Suits, and for other purposes.

দেওয়ানী মোকদ্দমার মেয়াদ সম্পর্কিত আইনগুলো একত্র ও সংশোধন করার জন্য এবং অন্যান্য উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে।

WHEREAS it is expedient to consolidate and amend the law relating to the limitation of suits, appeals and certain applications to Courts; and whereas it is also expedient to provide rules for acquiring by possession the ownership of easements and other property; It is hereby enacted as follows:

কারণ, বেআইনি মোকদ্দমা, আপিল এবং কিছু দরখাস্ত আদালতে দাখিল করার নির্ধারিত সময় সম্পর্কিত আইনগুলোকে একত্র করা এবং সংশোধন করা উচিত ও প্রয়োজনীয়। এছাড়া, দখলের মাধ্যমে ব্যবহার স্বত্ব এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জনের বিষয়েও নিয়ম প্রণয়ন করা প্রয়োজন। সেই কারণে, নিচের আইনটি প্রণয়ন করা হলোঃ

Check Also

Bar Council Order 1972

The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 | বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২

The Penal Code 1860

The Penal Code, 1860 | দণ্ডবিধি, ১৮৬০