Saturday , July 19 2025

The Specific Relief Act, 1877 । Section 1. Short title, Local Extent, Commencement । সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ । ধারা ১. সংক্ষিপ্ত শিরোনাম, স্থানীয় প্রয়োগ ক্ষেত্র, কার্যকারণের শুরু

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

(১৮৭৭ সালের ১নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।

ধারার ইংরেজী ভার্সনঃ

Section 1. Short title, Local Extent, Commencement:
This Act may be called the Specific Relief Act, 1877. It extends to the whole of Bangladesh. And it shall come into force on the first day of May, 1877.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ১। সংক্ষিপ্ত শিরোনাম, স্থানীয় প্রয়োগ ক্ষেত্র, কার্যকারণের শুরুঃ
এই আইনকে সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ বলা যেতে পারে। এটা সারা বাংলাদেশে প্রযোজ্য হবে। আর এটা ১৮৭৭ সালের ১লা মে থেকে কার্যকর হবে।

আইনের ভাষ্য

এই ধারা মূলত তিনটি বিষয় জানায়ঃ
১। আইনের নাম কী?
এই আইনটির নাম হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭। এটিই এর অফিসিয়াল বা সরকারিভাবে স্বীকৃত নাম।
২। এটি কোথায় প্রযোজ্য?
এই আইনটি সারা বাংলাদেশে প্রযোজ্য। অর্থাৎ দেশের যেকোনো জায়গায় এই আইন কার্যকর হবে।
৩। কখন থেকে এটি কার্যকর হয়েছে?
এই আইনটি ১লা মে, ১৮৭৭ সাল থেকে কার্যকর হয়েছে। মানে এই দিন থেকে আইনটি বাস্তবে প্রয়োগ শুরু হয়।

Check Also

Bar Council Exam Preparation

The Specific Relief Act, 1877 । Section 1. Short title, Local Extent, Commencement । সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ । ধারা ১. সংক্ষিপ্ত শিরোনাম, স্থানীয় প্রয়োগ ক্ষেত্র, কার্যকারণের শুরু

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *