Friday , March 29 2024

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মোতাবেক দখল পুনরুদ্ধার সংক্রান্ত মোকদ্দমার ড্রাফটিং

বিঃদ্রঃ নিম্নে ড্রাফটিং এর কাল্পনিক তথ্য পর্যাক্রমিকভাবে উপস্থাপন করা হল এবং এই তথ্যগুলো কিভাবে সাজিয়ে লিখতে হয় তা পিডিএফ ফাইলের মাধ্যমে উপস্থাপন করা হল। আশাকরি সকলেই উপকৃত হবেন।

কোর্টঃ মোকামঃ বিজ্ঞ সহকারী জজ আদালত, ঢাকা।

সূত্রঃ স্বত্ব মোকদ্দমা নং ——/২০১৬

ধারাঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মোতাবেক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা।

বাদিনীঃ আছমা, বর্তমান ঠিকানাঃ —————————, স্থায়ী ঠিকানাঃ ——————————

বিবাদীঃ জামাল, বর্তমান ঠিকানাঃ —————————, স্থায়ী ঠিকানাঃ ——————————

মোকদ্দমার তায়দাদঃ ১,৫০,০০০/- টাকা।

নিবেদনঃ উপরোক্ত বাদিনী পক্ষের বিনীত নিবেদন এই যে,

১। বাদিনী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে। অন্যদিকে বিবাদী এলাকার প্রভাবশালী ও দখলবাজ পরধনলোভী বটে।

২। যেহেতু, বাদিনী নিম্ন তফসিলভুক্ত ১০ শতাংশ জমি ১৩ বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে ভোগ দখল আসছেন।

৩। অত্র মোকদ্দমার বাদিনী এবং বিবাদী উভয়েই প্রতিবেশী এবং তর্কিত জমি রাজউকের নিয়ন্ত্রণাধীন এবং অত্র আদালতের এখতিয়ারাধীন।

৪। যেহেতু উক্ত জমিতে বাদিনী দখলকার থাকাবস্থায় গত —– ইংরেজী তারিখে বিবাদী পক্ষ কতিপয় সন্ত্রাসী দিয়ে অবৈধভাবে জমিতে প্রবেশ করে মারপিট করে তফসিল বর্ণিত সম্পত্তির দখল গ্রহণ করে।

৫। যেহেতু বাদিনী বেদখল হওয়ার পর দখল পুনরুদ্ধার করার উদ্দেশ্যে ৬ মাসের মধ্যে অত্র মোকদ্দমা দায়ের করেছে।

৬। যেহেতু বাদিনী বেআইনীভাবে সম্পত্তি থেকে বেদখল হয়েছে সেহেতু পুনরায় দখল পেতে আইনত হকদার বটে।

৭। বাদিনী কর্তৃক দায়েরকৃত মোকদ্দমার কারণ তফসিল বর্ণিত সম্পত্তিতে গত —— তারিখ বিবাদী কর্তৃক বাদিনীর বেদখল হওয়ার সময় থেকে উদ্ভব হয়েছে।

৮। অত্র মোকদ্দমা দায়েরের কারণ সৃষ্টি হয়েছে —— তারিখে যখন বিবাদী অবৈধভাবে বাদিনীকে তার সম্পত্তি থেকে বেদখল করেছে।

৯। অত্র মোকদ্দমাটি একটি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা এবং মোকদ্দমার সম্পত্তির তায়দাদ মূল্য অনুসারে কোর্ট ফি প্রদান পূর্বক এখতিয়ারাধীন অত্র আদালতে মোকদ্দমাটি দায়ের করা হল।

১০। অন্যান্য সকল আনুষ্ঠানিক বিষয়াবলী ফিরিস্তি আকারে অত্র আদালতে দাখিল করা হল।

১১। শুনানীকালে অন্যান্য বক্তব্য ও যাবতীয় তথ্য উস্থাপন করা হবে।

প্রার্থনাঃ অতএব, বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে তফসিল বর্ণিত সম্পত্তি হতে বিবাদীর বেআইনী দখল অপসারণ করে বাদিনীকে দখল ফিরিয়ে দিতে এবং মোকদ্দমার খরচ বিবাদীর বিরুদ্ধে ডিক্রির আদেশদানে সুবিচার করতে মর্জি হয়।এবং উপরোক্ত আদেশের জন্য বাদিনী চিরকৃতজ্ঞ থাকবে। অদ্য তাং …………….ইং।

সম্পত্তির তফসিলঃ ——- জেলার —— থানাধীন —- মৌজার আর.এস ——– নং খতিয়ানের ——– দাগের ——- শতক জমি  লিপিবদ্ধ হয়েছে। অদ্য তাং —————।

চৌহদ্দিঃ

উত্তরেঃ ——————————-

দক্ষিণেঃ ——————————-

পূর্বেঃ ——————————-

পশ্চিমেঃ ——————————-

সত্যপাঠঃ আমি ————- পিতাঃ ———–, বর্তমান ঠিকানাঃ —————————, স্থায়ী ঠিকানাঃ —————————–, বয়সঃ ——, পেশাঃ ——–ধর্মঃ ———, জাতীয়তাঃ বাংলাদেশী। এই মর্মে ঘোষণা করছি যে, উপরোক্ত বিবরণসমূহ আমার জ্ঞানমতে সত্য এবং সঠিক জেনে নিজ নাম স্বাক্ষর করলাম।

(সত্যপাঠকারীর স্বাক্ষর)

Full Screen Mode (Click here)