Monday , November 24 2025
👁️ আজকের ভিউ: 4,322 | মোট ভিউ: 28,911
Limitation Act 1908 (Limitation Act Section 10) – Educational Visual for Bar Council Exam Preparation
Limitation Act 1908 ধারা ১০ এর ব্যাখ্যামূলক চিত্র – শিক্ষামূলক ভিজ্যুয়াল।

Section 10. Suits against express trustees and their representatives | প্রকাশ্য ট্রাস্টি এবং তাহাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা

তামাদি আইন, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।

তামাদি আইনের ধারা ১০ এর বিশ্লেষণ।

Section 10. Suits against express trustees and their representatives:

Notwithstanding anything hereinbefore contained, no suit against a person in whom property has become vested in trust for any specific purpose, or against his legal representatives or assigns (not being assigns for valuable consideration), for the purpose of following in his or their hands such property or the proceeds thereof, or for an account of such property or proceeds, shall be barred by any length of time.

For the purposes of this section any property comprised in a Hindu, Muslim or Buddhist religious or charitable endowment shall be deemed to be property vested in trust for a specific purpose, and the manager of any such property shall be deemed to be the trustee thereof.

ধারা ১০। প্রকাশ্য ট্রাস্টি এবং তাহাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমাঃ

এই আইনে পূর্ববর্তী কোনো কিছুতে যাহা কিছু অন্তর্ভুক্ত থাকুক না কেন, যে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কোনো ব্যক্তির উপর ন্যস্তকৃত সম্পত্তি, বা তাহার আইনগত প্রতিনিধি বা স্বত্ব-নিযুক্তির (valuable consideration - মূল্যবান বিনিময়ের জন্য নিযুক্ত ব্যক্তি ব্যতীত) বিরুদ্ধে সেই সম্পত্তি বা উহার বিক্রয়লব্ধ অর্থ অনুসরণ করিবার জন্য, অথবা সেই সম্পত্তি বা উহার বিক্রয়লব্ধ অর্থের হিসাবের জন্য কোনো মোকদ্দমা কোনো সময়ের জন্য বারিত হইবে না।

এই ধারার উদ্দেশ্যে, হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য অনুদানে অন্তর্ভুক্ত যে কোনো সম্পত্তি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ট্রাস্টে ন্যস্তকৃত সম্পত্তি বলিয়া গণ্য হইবে, এবং অনুরূপ কোনো সম্পত্তির ব্যবস্থাপককে উহার ট্রাস্টি বলিয়া গণ্য করা হইবে।

বিশ্লেষণাত্মক আলোচনাঃ

এই ধারাটি তামাদি আইন, ১৯০৮ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিধান। এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি নিয়ে আলোচনা করে যেখানে তামাদির মেয়াদ কোনোভাবেই প্রযোজ্য হয় না। এর মূলনীতি হলো- ধর্মীয় বা দাতব্য সম্পত্তির মতো পবিত্র ট্রাস্টের ক্ষেত্রে বিশ্বাসভঙ্গজনিত অপরাধের জন্য কোনো সময়সীমা নেই।

ধারাটির মূল বিষয়বস্তুঃ

এই ধারাটি মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিতঃ

  • ১) ট্রাস্টিদের বিরুদ্ধে তামাদি মেয়াদ প্রযোজ্য নয়ঃ এটি সুস্পষ্টভাবে ঘোষণা করে যে, একজন প্রকাশ্য ট্রাস্টি (express trustee) বা তার আইনগত প্রতিনিধি বা স্বত্বপ্রাপ্তি (legal representatives or assigns) (যারা মূল্যবান প্রতিদানের বিনিময়ে স্বত্ব পায়নি) এর বিরুদ্ধে কোনো মোকদ্দমা তামাদির কারণে বারিত হবে না।
    ধারাটি প্রযোজ্য হয় যখনঃ
    সম্পত্তি ট্রাস্টে ন্যস্ত করা হয়েছেঃ কোনো সম্পত্তি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ট্রাস্টে ন্যস্ত করা হয়েছে। যেমনঃ একটি ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি দান করা হয়েছে।
    মোকদ্দমার উদ্দেশ্যঃ মোকদ্দমার উদ্দেশ্য হলো সেই ট্রাস্টের সম্পত্তি বা তার থেকে প্রাপ্ত আয়কে পুনরুদ্ধার করা অথবা সেই সম্পত্তি বা আয়ের হিসাব চাওয়া।
    মূল্যবান প্রতিদান ব্যতীত স্বত্বপ্রাপ্তঃ যদি ট্রাস্টের সম্পত্তি কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়, কিন্তু সেই ব্যক্তি কোনো মূল্যবান প্রতিদানের বিনিময়ে তা লাভ না করে, তাহলে তার বিরুদ্ধেও এই ধারাটি প্রযোজ্য হবে। এর মানে হলো, যদি কোনো ট্রাস্টি তার বন্ধু বা আত্মীয়কে কোনো ট্রাস্টের সম্পত্তি দান করে দেয়, তাহলে সেই বন্ধু বা আত্মীয়ের বিরুদ্ধেও কোনো সময়ের বাধা থাকবে না।
  • ২) ধর্মীয় ও দাতব্য সম্পত্তি ট্রাস্ট হিসেবে গণ্যঃ
    এই অংশটি ধারাটির প্রয়োগকে আরও বিস্তৃত ও সুনির্দিষ্ট করে। এটি বলে যে, হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য অনুদানে থাকা যেকোনো সম্পত্তিকে এই ধারার উদ্দেশ্যে একটি প্রকাশ্য ট্রাস্ট হিসেবে গণ্য করা হবে। এর ফলে, সেইসব সম্পত্তির ব্যবস্থাপককে স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টি (trustee) হিসেবে বিবেচনা করা হবে।
    এই বিধানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ধর্মীয় ও দাতব্য সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করে। এটি নিশ্চিত করে যে, কোনো পূজারী, মোতাওয়াল্লী বা কোনো মঠের মোহন্ত যদি দীর্ঘ সময় ধরে সম্পত্তি আত্মসাৎ করে বা তার সঠিক ব্যবহার না করে, তাহলে তাদের বিরুদ্ধে যেকোনো সময় মোকদ্দমা করা যাবে।

কেন এই ধারাটি গুরুত্বপূর্ণ?

এই ধারাটি বেশ কিছু কারণে আইনের একটি মূল নীতি হিসেবে বিবেচিত হয়ঃ

  • বিশ্বাসভঙ্গের সুরক্ষাঃ এটি ট্রাস্টি-ট্রাস্টারের পবিত্র সম্পর্ককে রক্ষা করে। একজন ট্রাস্টি যিনি একটি নির্দিষ্ট বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পত্তি পরিচালনা করেন, তার কোনো বিশ্বাসভঙ্গের জন্য সময়ের সীমাবদ্ধতা থাকা উচিত নয়।
  • জনস্বার্থের সুরক্ষাঃ ধর্মীয় এবং দাতব্য ট্রাস্টগুলো জনস্বার্থের জন্য গঠিত হয়। এই ধারাটি নিশ্চিত করে যে, এই ধরনের প্রতিষ্ঠানের সম্পত্তি বা তহবিল অপব্যবহারের বিরুদ্ধে জনগণ যেকোনো সময় আইনি পদক্ষেপ নিতে পারবে।
  • ধারা ৩-এর ব্যতিক্রমঃ এটি তামাদি আইনের কঠোর নীতি (ধারা ৩) এর একটি শক্তিশালী ব্যতিক্রম। যেখানে সাধারণত সময়ের সীমাবদ্ধতা থাকে, সেখানে ধারা ১০ একটি ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি করে যেখানে সময়ের কোনো গুরুত্ব নেই।

সংক্ষেপে, ধারা ১০ হলো তামাদি আইনের একটি নীতি যা ট্রাস্টের পবিত্রতাকে সম্মান জানায় এবং এর বিশ্বাসভঙ্গকে কোনো সময়ের সীমাবদ্ধতার বাইরে রাখে। এটি নিশ্চিত করে যে, ট্রাস্টের সম্পত্তি ও তহবিল তার প্রকৃত উদ্দেশ্য অনুযায়ী ব্যবহৃত হয় এবং এর অপব্যবহারকারীরা কোনো সময়ের অজুহাতে পার পেয়ে যাবে না। এই ধারাটি তামাদি আইনের উদারতা এবং এর মূল নীতিগুলো সম্পর্কে একটি গভীর ধারণা দেয়।

📱 অ্যাপ ডাউনলোড করুন — দ্রুত

অ্যাপ ইন্সটল করে সবকিছু এক জায়গায় দেখুন।

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

Index