Sunday , August 31 2025

Section 4. Where Court is closed when period expires | যেক্ষেত্রে মেয়াদ শেষ হইবার সময় আদালত বন্ধ থাকে

তামাদি আইন, ১৯০৮

(১৯০৮ সালের ৯নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।
তামাদি আইন, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।

ধারার ইংরেজী ভার্সনঃ

Section 4. Where Court is closed when period expires:
Where the period of limitation prescribed for any suit, appeal or application expires on a day when the Court is closed, the suit, appeal or application may be instituted, preferred or made on the day that the Court re-opens.

ধারার বাংলা ভার্সনঃ

ধারা ৪। যেক্ষেত্রে মেয়াদ শেষ হইবার সময় আদালত বন্ধ থাকেঃ
যেক্ষেত্রে কোনো মোকদ্দমা, আপিল বা আবেদনের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ এমন কোনো দিনে শেষ হয় যেদিন আদালত বন্ধ থাকে, সেইক্ষেত্রে মোকদ্দমা, আপিল বা আবেদনটি আদালত পুনরায় যে দিন খোলা হয় সেই দিন দায়ের, পেশ বা করা যাইতে পারে।

বিশ্লেষণাত্মক আলোচনা

এই ধারাটি তামাদি আইন, ১৯০৮ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যা আইনি প্রতিকার চাওয়ার অধিকারকে সুরক্ষিত করে। এটি একটি মৌলিক আইনি নীতি প্রতিষ্ঠা করে, কোনো ব্যক্তি তার আইনি অধিকার থেকে বঞ্চিত হবে না যদি আদালত বন্ধ থাকার কারণে সে সময়মতো মোকদ্দমা বা আবেদন করতে না পারে।
ধারাটির মূল বিষয়বস্তুঃ
সহজ কথায়, এই ধারাটি বলে যে, যদি কোনো মোকদ্দমা (suit), আপিল বা আবেদন দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ এমন একটি দিনে শেষ হয় যেদিন আদালত বন্ধ থাকে, তাহলে সেই ব্যক্তি পরের দিন যখন আদালত আবার খোলে, তখন সেটি দায়ের করতে পারবে।
“আদালত বন্ধ” বলতে শুধুমাত্র সাপ্তাহিক ছুটি (যেমনঃ শুক্রবার বা শনিবার) নয়, বরং যেকোনো ধরনের সরকারি ছুটি, উৎসবের ছুটি (যেমনঃ ঈদ, পূজা) বা অন্য কোনো কারণে আদালত বন্ধ থাকাকে বোঝায়।
গুরুত্বপূর্ণ দিকসমূহঃ
এই ধারাটি বিচারপ্রার্থীদের জন্য একটি সুরক্ষামূলক বিধান হিসেবে কাজ করে। এটি নিশ্চিত করে যেঃ
ন্যায়বিচার নিশ্চিতকরণঃ কোনো ব্যক্তি কেবলমাত্র আদালতের কার্যদিবসের সীমাবদ্ধতার কারণে তার আইনি অধিকার থেকে বঞ্চিত হবে না। এটি বিচার ব্যবস্থায় ন্যায় ও ন্যায্যতা বজায় রাখে।
আইনের সরলীকরণঃ এটি একটি সহজ ও যৌক্তিক সমাধান প্রদান করে, যা বিচার ব্যবস্থাকে মানবিক ও বাস্তবসম্মত করে তোলে। যদি এই বিধানটি না থাকত, তাহলে অনেক সময়সাপেক্ষ এবং জটিল আইনি প্রক্রিয়া তৈরি হতো শুধুমাত্র একটি সাধারণ ছুটির কারণে।
ধারা ৩-এর ব্যতিক্রমঃ এটি ধারা ৩ এর কঠোর বিধানের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। ধারা ৩ বলে যে, নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত যেকোনো মোকদ্দমা খারিজ করা হবে। কিন্তু, ধারা ৪ বলে যে, যদি শেষ দিনটি আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তী কার্যদিবস পর্যন্ত সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
উদাহরণঃ
ধরুন, একটি মোকদ্দমা দায়ের করার শেষ তারিখ হলো ১০ই অক্টোবর। যদি ১০ই অক্টোবর শুক্রবার হয় এবং আদালত বন্ধ থাকে, তাহলে বাদী সেই মোকদ্দমাটি ১১ই অক্টোবর, অর্থাৎ শনিবার দায়ের করতে পারবে না, কারণ শনিবারও আদালত বন্ধ থাকে। তাকে ১২ই অক্টোবর, অর্থাৎ পরবর্তী কার্যদিবসে মোকদ্দমাটি দায়ের করতে হবে। এই দিনে মোকদ্দমাটি সময়সীমার মধ্যে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।
সংক্ষেপে, ধারা ৪ হলো তামাদি আইনের একটি ব্যবহারিক এবং মানবিক বিধান যা বিচারপ্রার্থীদের অধিকারকে অপ্রত্যাশিত বা অনিবার্য পরিস্থিতির বিরুদ্ধে রক্ষা করে। এটি নিশ্চিত করে যে আইনি প্রক্রিয়া কঠোর হলেও তা বাস্তবসম্মত এবং ন্যায়সঙ্গত। এই ধারাটি তামাদি আইনের প্রয়োগের ক্ষেত্রে বাস্তব জীবনের চ্যালেঞ্জ এবং আইনি সমাধান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়।
বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স দেখতে এখানে ক্লিক করুন!
আয়কর ও ভ্যাট ট্রেনিং এর কোর্স দেখতে এখানে ক্লিক করুন!

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *