তামাদি আইন, ১৯০৮
(১৯০৮ সালের ৯নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।
ধারার ইংরেজী ভার্সনঃ
Section 6. Legal disability:
(1) Where a person entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is, at the time from which the period of limitation is to be reckoned, a minor, or insane, or an idiot, he may institute the suit or proceeding or make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed therefore in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure, 1908.
(2) Where such person is, at the time from which the period of limitation is to be reckoned, affected by two such disabilities, or where, before his disability has ceased, he is affected by another disability, he may institute the suit or make the application within the same period, after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed.
(3) Where the disability continues up to the death of such person, his legal representative may institute the suit or make the application within the same period after the death as would otherwise have been allowed from the time so prescribed.
(4) Where such representative is at the date of the death affected by any such disability, the rules contained in sub-sections (1) and (2) shall apply.
Illustrations:
(a) The right to sue for the hire of a boat accrues to A during his minority. He attains majority four years after such accruer. He may institute his suit at any time within the years from the date of his attaining majority.
(b) A right to sue accrues to Z during his minority. After the accruer, but while Z is still a minor, he becomes insane. Time runs against Z from the date when his insainity and minority cease.
(c) A right to sue accrues to X during his minority. X dies before attaining majority, and is succeeded by Y, his minor son. Time runs against Y from the date of his attaining majority.
(1) Where a person entitled to institute a suit or proceeding or make an application for the execution of a decree is, at the time from which the period of limitation is to be reckoned, a minor, or insane, or an idiot, he may institute the suit or proceeding or make the application within the same period after the disability has ceased, as would otherwise have been allowed from the time prescribed therefore in the third column of the first schedule or in section 48 of the Code of Civil Procedure, 1908.
(2) Where such person is, at the time from which the period of limitation is to be reckoned, affected by two such disabilities, or where, before his disability has ceased, he is affected by another disability, he may institute the suit or make the application within the same period, after both disabilities have ceased, as would otherwise have been allowed from the time so prescribed.
(3) Where the disability continues up to the death of such person, his legal representative may institute the suit or make the application within the same period after the death as would otherwise have been allowed from the time so prescribed.
(4) Where such representative is at the date of the death affected by any such disability, the rules contained in sub-sections (1) and (2) shall apply.
Illustrations:
(a) The right to sue for the hire of a boat accrues to A during his minority. He attains majority four years after such accruer. He may institute his suit at any time within the years from the date of his attaining majority.
(b) A right to sue accrues to Z during his minority. After the accruer, but while Z is still a minor, he becomes insane. Time runs against Z from the date when his insainity and minority cease.
(c) A right to sue accrues to X during his minority. X dies before attaining majority, and is succeeded by Y, his minor son. Time runs against Y from the date of his attaining majority.
ধারার বাংলা ভার্সনঃ
ধারা ৬। আইনগত অক্ষমতাঃ
(১) যেক্ষেত্রে কোনো মোকদ্দমা বা কার্যধারা দায়ের করিতে অথবা একটি ডিক্রি জারীর জন্য আবেদন করিতে অধিকারী কোনো ব্যক্তি, যে সময় হইতে তামাদির মেয়াদ গণনা করা হইবে সেই সময়, একজন নাবালক, অথবা উন্মাদ, অথবা জড়বুদ্ধি হয়, সেইক্ষেত্রে সে তাহার অক্ষমতা দূরীভূত হইবার পর, প্রথম তফসিলে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি, ধারা ৪৮-এ উহার জন্য নির্ধারিত সময় হইতে অন্যভাবে যে মেয়াদ অনুমোদন করা হইত, সেই একই মেয়াদের মধ্যে মোকদ্দমা বা কার্যধারাটি দায়ের করিতে অথবা আবেদনটি করিতে পারে।
(২) যেক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যে সময় হইতে তামাদির মেয়াদ গণনা করা হইবে সেই সময়, দুইটি অনুরূপ অক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, অথবা যেখানে তাহার অক্ষমতা দূরীভূত হইবার পূর্বে সে অন্য কোনো অক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, সেইক্ষেত্রে সে উভয় অক্ষমতা দূরীভূত হইবার পর, এইরূপে নির্ধারিত সময় হইতে অন্যভাবে যে মেয়াদ অনুমোদন করা হইত, সেই একই মেয়াদের মধ্যে মোকদ্দমাটি দায়ের বা আবেদনটি করিতে পারে।
(৩) যেক্ষেত্রে অনুরূপ ব্যক্তির মৃত্যু পর্যন্ত অক্ষমতা অব্যাহত থাকে, সেইক্ষেত্রে তাহার আইনগত প্রতিনিধির মৃত্যুর পর, এইরূপে নির্ধারিত সময় হইতে অন্যভাবে যে মেয়াদ অনুমোদন করা হইত, সেই একই মেয়াদের মধ্যে মোকদ্দমাটি দায়ের বা আবেদনটি করিতে পারে।
(৪) যেক্ষেত্রে অনুরূপ প্রতিনিধির মৃত্যুর তারিখে কোনো অনুরূপ অক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, সেইক্ষেত্রে উপধারা (১) এবং (২)-এ অন্তর্ভুক্ত বিধিমালাসমূহ প্রযোজ্য হইবে।
উদাহরণসমূহঃ
(ক) একটি নৌকা ভাড়া করার জন্য মোকদ্দমা করিবার অধিকার A-এর নাবালকত্ব কালে উদ্ভূত হয়। এই ধরনের উদ্ভূত হইবার চার বছর পর সে সাবালকত্ব প্রাপ্ত হয়। সে তাহার সাবালকত্ব প্রাপ্তির তারিখ হইতে তিন বছরের মধ্যে যেকোনো সময় তাহার মোকদ্দমাটি দায়ের করিতে পারে।
(খ) মোকদ্দমা করিবার অধিকার Z-এর নাবালকত্ব কালে উদ্ভূত হয়। উদ্ভূত হইবার পর, কিন্তু Z যখন তখনও একজন নাবালক, সে উন্মাদ হইয়া যায়। Z-এর নাবালকত্ব এবং উন্মাদত্ব উভয়ই দূরীভূত হইবার তারিখ হইতে সময় গণনা শুরু হইবে।
(গ) মোকদ্দমা করিবার অধিকার X-এর নাবালকত্ব কালে উদ্ভূত হয়। সাবালকত্ব প্রাপ্ত হইবার পূর্বে X মারা যায়, এবং তাহার নাবালক পুত্র Y তাহার স্থলাভিষিক্ত হয়। Y-এর সাবালকত্ব প্রাপ্তির তারিখ হইতে সময় গণনা শুরু হইবে।
(১) যেক্ষেত্রে কোনো মোকদ্দমা বা কার্যধারা দায়ের করিতে অথবা একটি ডিক্রি জারীর জন্য আবেদন করিতে অধিকারী কোনো ব্যক্তি, যে সময় হইতে তামাদির মেয়াদ গণনা করা হইবে সেই সময়, একজন নাবালক, অথবা উন্মাদ, অথবা জড়বুদ্ধি হয়, সেইক্ষেত্রে সে তাহার অক্ষমতা দূরীভূত হইবার পর, প্রথম তফসিলে অথবা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি, ধারা ৪৮-এ উহার জন্য নির্ধারিত সময় হইতে অন্যভাবে যে মেয়াদ অনুমোদন করা হইত, সেই একই মেয়াদের মধ্যে মোকদ্দমা বা কার্যধারাটি দায়ের করিতে অথবা আবেদনটি করিতে পারে।
(২) যেক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি, যে সময় হইতে তামাদির মেয়াদ গণনা করা হইবে সেই সময়, দুইটি অনুরূপ অক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, অথবা যেখানে তাহার অক্ষমতা দূরীভূত হইবার পূর্বে সে অন্য কোনো অক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, সেইক্ষেত্রে সে উভয় অক্ষমতা দূরীভূত হইবার পর, এইরূপে নির্ধারিত সময় হইতে অন্যভাবে যে মেয়াদ অনুমোদন করা হইত, সেই একই মেয়াদের মধ্যে মোকদ্দমাটি দায়ের বা আবেদনটি করিতে পারে।
(৩) যেক্ষেত্রে অনুরূপ ব্যক্তির মৃত্যু পর্যন্ত অক্ষমতা অব্যাহত থাকে, সেইক্ষেত্রে তাহার আইনগত প্রতিনিধির মৃত্যুর পর, এইরূপে নির্ধারিত সময় হইতে অন্যভাবে যে মেয়াদ অনুমোদন করা হইত, সেই একই মেয়াদের মধ্যে মোকদ্দমাটি দায়ের বা আবেদনটি করিতে পারে।
(৪) যেক্ষেত্রে অনুরূপ প্রতিনিধির মৃত্যুর তারিখে কোনো অনুরূপ অক্ষমতা দ্বারা প্রভাবিত হয়, সেইক্ষেত্রে উপধারা (১) এবং (২)-এ অন্তর্ভুক্ত বিধিমালাসমূহ প্রযোজ্য হইবে।
উদাহরণসমূহঃ
(ক) একটি নৌকা ভাড়া করার জন্য মোকদ্দমা করিবার অধিকার A-এর নাবালকত্ব কালে উদ্ভূত হয়। এই ধরনের উদ্ভূত হইবার চার বছর পর সে সাবালকত্ব প্রাপ্ত হয়। সে তাহার সাবালকত্ব প্রাপ্তির তারিখ হইতে তিন বছরের মধ্যে যেকোনো সময় তাহার মোকদ্দমাটি দায়ের করিতে পারে।
(খ) মোকদ্দমা করিবার অধিকার Z-এর নাবালকত্ব কালে উদ্ভূত হয়। উদ্ভূত হইবার পর, কিন্তু Z যখন তখনও একজন নাবালক, সে উন্মাদ হইয়া যায়। Z-এর নাবালকত্ব এবং উন্মাদত্ব উভয়ই দূরীভূত হইবার তারিখ হইতে সময় গণনা শুরু হইবে।
(গ) মোকদ্দমা করিবার অধিকার X-এর নাবালকত্ব কালে উদ্ভূত হয়। সাবালকত্ব প্রাপ্ত হইবার পূর্বে X মারা যায়, এবং তাহার নাবালক পুত্র Y তাহার স্থলাভিষিক্ত হয়। Y-এর সাবালকত্ব প্রাপ্তির তারিখ হইতে সময় গণনা শুরু হইবে।
বিশ্লেষণাত্মক আলোচনা
এই ধারাটি তামাদি আইন, ১৯০৮ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক বিধান, যা আইনগত অক্ষমতা (Legal disability) নিয়ে আলোচনা করে। এটি নিশ্চিত করে যে, কোনো ব্যক্তি যদি তার মানসিক বা শারীরিক অক্ষমতার কারণে সময়মতো আইনি পদক্ষেপ নিতে না পারে, তাহলে সে তার অধিকার থেকে বঞ্চিত হবে না।আইনগত অক্ষমতা কী?
আইনগত অক্ষমতা বলতে এখানে তিনটি বিষয়কে বোঝানো হয়েছে: নাবালকত্ব (Minority): ১৮ বছর বয়সের নিচে থাকা।
উন্মাদ (Insane): মানসিক সুস্থতার অভাব।
জড়বুদ্ধি (Idiot): জন্মগতভাবে বা অন্য কোনো কারণে বুদ্ধি বা মানসিক ক্ষমতার গুরুতর অভাব।
ধারাটির মূল বিষয়বস্তুঃ
এই ধারাটি চারটি উপধারায় বিভক্তঃ
উপধারা (১) - একক অক্ষমতাঃ
এই উপধারাটি বলে যে, যদি কোনো ব্যক্তি যখন একটি মোকদ্দমা, কার্যধারা বা আবেদন করার অধিকার লাভ করে, তখন সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হয়, তাহলে তার জন্য নির্ধারিত সময়সীমা তার অক্ষমতা শেষ হওয়ার পর থেকে গণনা করা হবে। অর্থাৎ, যতক্ষণ পর্যন্ত তার অক্ষমতা থাকে, ততক্ষণ পর্যন্ত তামাদির মেয়াদ গণনা শুরু হয় না।
উপধারা (২) - একাধিক অক্ষমতাঃ
যদি কোনো ব্যক্তির একই সময়ে দুটি অক্ষমতা থাকে (যেমনঃ নাবালক এবং উন্মাদ) বা তার একটি অক্ষমতা শেষ হওয়ার আগেই আরেকটি অক্ষমতা শুরু হয়, তাহলে তার জন্য তামাদির মেয়াদ উভয় অক্ষমতা শেষ হওয়ার পর থেকে গণনা করা হবে। এটি নিশ্চিত করে যে, কোনো ব্যক্তি তার আইনি অধিকার থেকে বঞ্চিত হবে না যতক্ষণ না সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে।
উপধারা (৩) - মৃত্যু পর্যন্ত অক্ষমতাঃ
যদি কোনো ব্যক্তি তার অক্ষমতা শেষ হওয়ার আগেই মারা যায়, তাহলে তার আইনগত প্রতিনিধি (legal representative), অর্থাৎ তার উত্তরাধিকারী, তার মৃত্যুর পর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা বা আবেদন করতে পারবে। এটি মৃত ব্যক্তির অধিকারকে তার উত্তরাধিকারীর মাধ্যমে সুরক্ষিত করে।
উপধারা (৪) - আইনগত প্রতিনিধির অক্ষমতাঃ
যদি মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধিও মৃত্যুর তারিখে কোনো অক্ষমতা দ্বারা প্রভাবিত হয় (যেমনঃ নাবালক হয়), তাহলে সেক্ষেত্রে উপধারা (১) এবং (২) এর নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, সেই প্রতিনিধির অক্ষমতা শেষ হওয়ার পর থেকেই তার জন্য সময়সীমা গণনা শুরু হবে।
উদাহরণসমূহ (Illustrations):
ধারাটির সঙ্গে দেওয়া উদাহরণগুলো ধারাটির প্রয়োগকে আরও স্পষ্ট করেঃ
দৃষ্টান্ত (ক): A যখন নাবালক, তখন তার একটি মামলা করার অধিকার আসে। চার বছর পর সে সাবালক হয়। তামাদির মেয়াদ (যদি ৩ বছর হয়) তার সাবালকত্ব প্রাপ্তির তারিখ থেকে গণনা করা হবে, অর্থাৎ সে আরও তিন বছর সময় পাবে।
দৃষ্টান্ত (খ): Z-এর নাবালকত্ব কালে একটি অধিকার আসে, কিন্তু সে সাবালক হওয়ার আগেই উন্মাদ হয়ে যায়। তার নাবালকত্ব এবং উন্মাদত্ব উভয়ই শেষ হওয়ার পর থেকেই তার জন্য সময় গণনা শুরু হবে।
দৃষ্টান্ত (গ): X নাবালক অবস্থায় মারা যায় এবং তার নাবালক পুত্র Y তার স্থলাভিষিক্ত হয়। এখানে, Y-এর সাবালকত্ব প্রাপ্তির তারিখ থেকে তামাদির মেয়াদ গণনা করা হবে।
কেন এই ধারাটি গুরুত্বপূর্ণ?
এই ধারাটি তামাদি আইনের কঠোর নীতির একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। এটি বিচার ব্যবস্থায় ন্যায়, মানবিকতা এবং ন্যায্যতা নিশ্চিত করে। এটি স্বীকার করে যে, কিছু ব্যক্তি তাদের পরিস্থিতির কারণে নিজেদের অধিকার রক্ষা করতে পারে না এবং তাই তাদের জন্য বিশেষ সুরক্ষা প্রয়োজন। এটি নিশ্চিত করে যে, একজন ব্যক্তি কেবল তার শারীরিক বা মানসিক অবস্থার কারণে তার আইনি অধিকার থেকে বঞ্চিত হবে না। এই ধারাটি তামাদি আইনের প্রয়োগের ক্ষেত্রে বাস্তব জীবনের চ্যালেঞ্জ এবং তাদের আইনি সমাধান সম্পর্কে একটি গভীর ধারণা দেয়।