Saturday , July 19 2025

এলাকাভেদে ন্যূনতম আয়কর কত?

আয়কর ও ভ্যাট ট্রেনিং

“সহজ ভাষায় আয়কর ও ভ্যাট বুঝুন”

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।

এলাকাভেদে ন্যূনতম আয়কর কী?

আয়কর আইন, ২০২৩ অনুসারে ২০২৪-২০২৫ করবর্ষ অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার ও অংশীদারী ফার্মের ক্ষেত্রে বার্ষিক আয় ৩,৫০,০০০/- টাকার বেশি হলে আয়কর প্রদান বাধ্যতামূলক।

করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলেই করদাতাকে এলাকাভেদে নির্ধারিত ন্যূনতম আয়কর (Income Tax) পরিশোধ করতে হয়। এই ন্যূনতম আয়কর (Income Tax) নির্ধারিত হয় করদাতার বসবাসের এলাকার ভিত্তিতে।

ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপঃ

  • ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়ঃ ৫,০০০/-
  • অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায়ঃ ৪,০০০/-
  • সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায়ঃ ৩,০০০/-

করযোগ্য আয়ের পরিমাণ যদি রেয়াত বিবেচনার পর খুব কম, শূন্য বা ঋণাত্মক হয়, তাহলেও প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করা বাধ্যতামূলক।

💳 আয়কর রিটার্ন প্রসেসিং সার্ভিসঃ

আপনি কি আপনার আয়কর রিটার্ন ফাইল প্রসেস করতে চান? আমরা স্বল্প খরচে নির্ভরযোগ্যভাবে আয়কর রিটার্ন ফাইল প্রসেস করে থাকি।

📌 বিস্তারিত জানতে নিচের Chat Box অথবা WhatsApp / Mobile নম্বরে যোগাযোগ করুন।

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স দেখতে এখানে ক্লিক করুন!
আয়কর ও ভ্যাট ট্রেনিং এর কোর্স দেখতে এখানে ক্লিক করুন!

📚 আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রশিক্ষণ

আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে নিজেকে তৈরী করতে ইচ্ছুক? ITP (আয়কর রিটার্ন প্রস্তুতকারী) পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন? আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্তির জন্য কর অভিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক? আপনি কি নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে জমা দিতে ইচ্ছুক? আপনি কি নিজের এবং অন্যদের রিটার্ন দাখিলের মাধ্যমে আর্নিং সোর্স তৈরী করতে চাচ্ছেন? তাহলে এই কোর্সটি আপনার জন্য।

🎁 এই কোর্সে যা যা শিখানো হবেঃ

  • আয়কর ও আয়কর আইনের প্রাথমিক ধারণা।
  • আয়কর রিটার্ন সম্পর্কিত প্রাথমিক জ্ঞান।
  • বিভিন্ন আয়কর রিটার্ন সম্পর্কে ধারণা।
  • বিভিন্ন কর সম্পর্কে ধারণা।
  • Assessment কি? রিটার্ন Assessment করার পদ্ধতি।
  • আয়ের উৎস কি কি? করমুক্ত আয় কি কি?
  • আয়করের হার (ব্যক্তি শ্রেণির করদাতা)।
  • Advance Tax কি? Advance Tax কারা প্রদান করবেন?
  • Advance Tax প্রদানের পদ্ধতি কি?
  • বিনিয়োগ কি? বিনিয়োগের খাতগুলো কি কি?
  • রেয়াত কি? কিভাবে রেয়াত নেওয়া যায়?
  • বেতন হতে আয়ের উপর কিভাবে কর গণনা করবেন?
  • সরকারি ও বেসরকারি কর্মচারীদের বেতন খাতের আয় কর পরিগণনা।
  • গৃহ সম্পত্তির আয়ের উপর কিভাবে কর গণনা করবেন?
  • কৃষি খাত হতে কর কিভাবে গণনা করবেন?
  • অন্যান্য উৎস হতে আয়ের উপর কর গণনা কিভাবে করবেন?
  • Capital Gain কি? কিভাবে তা গণনা করা হয়?
  • জরিমানা ও সুদ কিভাবে ধার্য হয়?
  • হিসাবের খাত কি কি?
  • উৎসে কর কর্তন এবং Advance Income Tax এর মধ্যে সম্পর্ক।
  • ব্যবসা বা পেশার আয় হতে কর কিভাবে গণনা করবেন?
  • সম্পত্তি ও দায়ের বিবরণী কিভাবে তৈরি করবেন?
  • দান কর কি?
  • Surcharge কি? Surcharge কিভাবে প্রদান করা হয়?
  • কিভাবে রিটার্ন ফরম পূরণ করবেন?
  • অনলাইনে রিটার্ন দাখিলের পদ্ধতি।
  • বিভিন্ন সমস্যার সমাধান।

🎁 অতিরিক্ত সুবিধাঃ

  • কোর্স মেটেরিয়ালস ও লাইফটাইম গাইডলাইন

💳 কোর্স ফি ও মেয়াদঃ

প্রফেশনাল কোর্সঃ ১৫,০০০/- | মেয়াদঃ ৬ মাস | আপনি এই কোর্সটি করলে নিজের এবং অন্যদের আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আর্নিং সোর্স তৈরী করতে পারবেন।
করদাতাদের জন্য কোর্সঃ ৩,০০০/- | মেয়াদঃ ৩ দিন | শুধুমাত্র করদাতার আয়কর রিটার্নের উপর ভিত্তি করে কোর্স করানো হবে, যেন করদাতা নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন।

📌 বিঃ দ্রঃ এই ডিউরেশনের মধ্যে যদি কোনো কারণে আপনার বুঝতে প্রবলেম হয়, তাহলে না শিখা পর্যন্ত আলাদা ক্লাসের ব্যবস্থা কোনো এক্সট্রা ফি ছাড়াই!

Check Also

income tax

কাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে?

কাদেরকে আবশ্যিকভাবে আয়কর (Income Tax) রিটার্ন দাখিল করতে হবে? ১. করদাতার মোট আয় করমুক্ত সীমা …

income tax

এলাকাভেদে ন্যূনতম আয়কর কত?

এলাকাভেদে ন্যূনতম আয়কর কী? আয়কর আইন, ২০২৩ অনুসারে ২০২৪-২০২৫ করবর্ষ অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা …

আপনার মূল্যবান মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *