Thursday , July 16 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল.বি ফাইনাল পরীক্ষার সাজেশন, বিষয় কোড-৫১৩১০১

এলএল.বি ফাইনাল পরীক্ষা

বিষয় কোডঃ ৫১৩১০১

সম্ভাব্য প্রশ্ন-উত্তর

প্রশ্নঃ সম্পত্তি হস্তান্তর আইনে ‘সম্পত্তি হস্তান্তর’ বলতে কি বুঝায়? কে সম্পত্তি হস্তান্তর করতে পারে? একজন নাবালক কি হস্তান্তর গ্রহীতা হতে পারে? একজন ব্যক্তি কি এমন কোন সম্পত্তি হস্তান্তর করতে পারে, যা তার নেই?

প্রশ্নঃ সম্পত্তি হস্তান্তর আইনে ‘সম্পত্তি হস্তান্তর’ বলতে কি বুঝায়? কেন বলা হয়ে থাকে যে, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের শিরোনামটি ভুল নামের ব্যবহার? এই আইনে সম্পত্তির সংজ্ঞা যেমন দেওয়া হয়নি তেমনি হস্তান্তরের সাথে সংশ্লিষ্ট সকল বিধানও যুক্ত করা হয়নি, এই তথ্যের উল্লেখপূর্বক আলোচনা কর।

প্রশ্নঃ বিক্রয় কি এবং ইহাকে বিক্রয়ের চুক্তি হতে পার্থক্য করে দেখাও। স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার অধিকার ও দায়িত্বসমূহ আলোচনা কর।

প্রশ্নঃ (ক) বৈশিষ্ট্যসহ বিভিন্ন প্রকার রেহেনের সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার রেহেনে রেহেন গ্রহীতার অধিকারগুলি লিখ। (খ) বিক্রয় ও বন্ধকের মধ্যে পার্থক্য লিখ।

প্রশ্নঃ সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ তে উল্লিখিত নোটিশের সংজ্ঞা দাও এবং উহার শ্রেণিবিন্যাস কর। একটি বৈধ নোটিশের মূল/উল্লেখযোগ্য উপাদানসমূহ কী কী? যে সকল অবস্থাধিনে গঠনমূলক নোটিশে আরোপিত হয় তাহা আলোচনা কর।

প্রশ্নঃ (ক) ‘নালিশযোগ্য দাবী’ এর বৈশিষ্ট্যসহ সংজ্ঞা লিখ। (খ) ইহা কিরূপে হস্তান্তর করা যায়? (গ) ইহার হস্তান্তর গ্রহীতার অধিকার ও দায়-দায়িত্ব আলোচনা কর।

প্রশ্নঃ বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে কি বুঝ? বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলো কি কি? বুদ্ধিবৃত্তিক সম্পত্তির প্রকৃতি আলোচনা কর। সম্পত্তি ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির পার্থক্য দেখাও।

প্রশ্নঃ (ক) কপিরাইটের এর সংজ্ঞা দাও। কপিরাইট অর্জনের জন্য কি কি শর্ত পূরণ করতে হয়? (খ) কপিরাইট মালিক কে? কোন কার্যের কপিরাইট সংরক্ষণের শর্তাবলী বা মান নির্ণায়ক কি? কোন কাজগুলো কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হয়?

প্রশ্নঃ ট্রেডমার্কের সংজ্ঞা দাও। ট্রেড নামের সাথে এর পার্থক্য কোথায়? কোন কোন অবস্থায় একটি ট্রেডমার্ক পূর্ববর্তী অধিকারের সাথে সাংঘর্ষিক হতে পারে? ট্রেডমার্ক ব্যবহারের একচেটিয়া অধিকারের সাথে পূর্ববর্তী অধিকারের বিরোধ দেখা দিলে উহার ফলাফল কি হবে?

প্রশ্নঃ প্যাটেন্ট কি এবং প্যাটেন্ট আইনের উদ্দেশ্য কি? প্যাটেন্ট প্রদানের জন্য কে আবেদন করতে পারেন; প্যাটেন্ট প্রদানের পদ্ধতি আলোচনা কর।

প্রশ্নঃ (ক) ইজারার উপাদানগুলি আলোচনা কর। লিজের বাজেয়াপ্তকরণ বলতে কি বুঝ? (খ) “১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩-ক ধারা পরোক্ষ ইকুইটি, প্রত্যক্ষ ইকুইটি নয়”- আলোচনা কর।

প্রশ্নঃ (ক) “কৃত্রিম মালিক” কে? কোন কোন অবস্থায় কৃত্রিম মালিক কর্তৃক কোনো হস্তান্তর প্রকৃত মালিকের উপর বাধ্যকর করা হয়? কৃত্রিম মালিক সংক্রান্ত আইনের কোনো ব্যতিক্রম আছে কি? (খ) কোন কোন শর্ত ভূমির সাধে ধাবমান এবং কোন কোন শর্ত ধাবমান নয়?

প্রশ্নঃ একটি বৈধ দানের প্রয়োজনীয় উপাদান কী কী? ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের অধীনে দান কীভাবে মুসলিম আইনের দান থেকে পৃথক? সম্পত্তি হস্তান্তর আইনের অধীনে একটি দান কীভাবে প্রত্যাহার করা যায়?

প্রশ্নঃ (ক) হাকিম লাল বনাম মোশাহার শাহ (১৯০৭) আই.এল.আর ৩৪ ক্যাল, ৯৯৯ মামলায় বর্ণিত নীতিমালার আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে বিধিবদ্ধ ‘প্রতারণামূলক হস্তান্তর’ মতবাদ ব্যাখ্যা কর। (খ) প্রতিদানবিহীন অবস্থায়কৃত হস্তান্তর কী প্রতারণার উদ্দেশ্যে কৃত বলে বিবেচিত হবে?

প্রশ্নঃ (ক) কুপার বনাম কুপার (১৮৭৪) ৭ এইচ এল ৫৩, ৭১ মামলা উল্লেখসহ ‘নির্বাচন’ নীতি আলোচনা কর। ইংলিশ নীতির নির্বাচন হতে এটি কীভাবে পৃথক? (খ) কোন অবস্থায় একজন ব্যক্তি তার নিজের যে ধরনের স্বত্ত্ব আছে তদপেক্ষা ভালো স্বত্ত্ব অন্য কে দিতে পারে?

প্রশ্নঃ নিন্মের বিষয়গুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করঃ (ক) বিক্রয় এবং বিনিময়; (খ) লীজ এবং লাইসেন্স; (গ) টেনান্ট এট উইল এবং টেনেন্ট এট সাফারেন্স; (ঘ) মারশালিং ও কন্ট্রিবিউশন।

প্রশ্নঃ শঠতামূলক হস্তান্তর কি? এ ধরনের হস্তান্তর কি সবসময় বাতিলযোগ্য? জনাব মনির তাঁর সম্পত্তি পাওনাদারগণের একজন জনাব শাহিনুরের নিকট অন্যান্য পাওনাদারগণকে ঠকানোর অভিপ্রায়ে ঋণ পরিশোধের অংশ হিসেবে হস্তান্তর করল। হস্তান্তরের সময় জনাব শাহিনুর জনাব মনির এর উক্তরূপ অভিপ্রায় সম্পর্কে অবগত ছিল। উক্ত হস্তান্তরটি আইনগত মর্যাদা উপযুক্ত কেস ল এর উল্লেখপূর্বক আলোচনা কর।

প্রশ্নঃ কিভাবে দান সৃষ্টি করা যায়? বৈধ দানের উপাদানসমূহ কি কি? শর্তাধীন দান কি বৈধ? দাতার মৃত্যুর পর দানপত্র কি নিবন্ধন করা যায়? সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে দান এবং মুসলিম আইন অনুসারে দান-এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য নির্ণয় করবে?

প্রশ্নঃ কোনো অজ্ঞাত ব্যক্তির বরাবরে আইনসঙ্গতভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করা যায় কি? যদি যায় তবে তা কিভাবে? জনাব শাহ আলম তাঁর সম্পত্তি জনাব সুমন এর নিকট জীবনস্বত্বে হস্তান্তর করে। উক্ত সম্পত্তি জনাব সুমনের মৃত্যুর পর তাঁর প্রথম পুত্র, যে এখনো জন্মগ্রহণ করেনি, ২২ বৎসর বয়সে উন্নীত হলে লাভ করবে। এরূপ হস্তান্তরের বৈধতা পরীক্ষা কর।

প্রশ্নঃ ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের উদ্দেশ্য ও পরিধি আলোচনা কর। সম্পত্তি হস্তান্তর আইন কি স্বয়ংসম্পূর্ণ আইন? তোমার মতামত দাও। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী কি কি সম্পত্তি হস্তান্তর করা যায় না?

প্রশ্নঃ (ক) একদা বন্ধক সর্বদাই বন্ধক’- ব্যাখ্যা কর। বন্ধক ও চার্জ-এর মধ্যে পার্থক্য কি? (খ) বিক্রয়ের উপাদানসমূহ আলোচনা কর। বিক্রয় কিভাবে করা যায়? বাংলাদেশের আইন উল্লেখপূর্বক ‘ক্রেতা সাবধান’ মতবাদটি ব্যাখ্যা কর।

প্রশ্নঃ (ক) লিসপেনডেন্টস নীতিটি ব্যাখ্যা কর। এ নীতির উদ্দেশ্য কি? মামলা চলিত অবস্থায় কৃত কোনো হস্তান্তর কি বাতিল? (খ) ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে আংশিক সম্পাদন নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কী?

প্রশ্নঃ ইজারা কি? ইজারা কিভাবে প্রণয়ন করা হয়? কিভাবে এবং কোন অবস্থায় একটি ইজারা পরিসমাপ্ত করা যায়? একটি ইজারা গ্রহিতার অধিকারসমূহ আলোচনা কর।

প্রশ্নঃ কিভাবে বিক্রয় করা যায়? বিক্রয়ের উপাদানসমূহ আলোচনা কর। বাংলাদেশের আইন উল্লেখপূর্বক ‘ক্রেতা সাবধান’ মতবাদ ব্যাখ্যা কর। কায়েমী স্বার্থ ও শর্তসাপেক্ষ স্বার্থ- এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য নিরূপণ করবে?

<<< সূচীপত্রে ফিরে যান
ফেইসবুক লগইন

Check Also

national university llb final exam

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল.বি ফাইনাল পরীক্ষার সাজেশন, বিষয় কোড-৫১৩১১৩

*** টীকা লিখঃ ইজমেন্টের অধিকার; ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪; সম্পূর্ণ খাই খালাসী বন্ধক; সিকস্তি ও পয়স্তি; …

আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ চালু করুন।