Thursday , April 18 2024

ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মোতাবেক সার্চ ওয়ারেন্ট সংক্রান্ত ড্রাফটিং

বিঃদ্রঃ নিম্নে ড্রাফটিং এর কাল্পনিক তথ্য পর্যাক্রমিকভাবে উপস্থাপন করা হল এবং এই তথ্যগুলো কিভাবে সাজিয়ে লিখতে হয় তা পিডিএফ ফাইলের মাধ্যমে উপস্থাপন করা হল। আশাকরি সকলেই উপকৃত হবেন।

হেতুবাদসমূহঃ

১। অত্র মামলার বাদী একজন সহজ-সরল, আইন মান্যকারী ও শান্তি প্রিয় বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও সুনাগরিক বটে। পক্ষান্তরে আসামী একজন ঠক, প্রতারক, পরধনলোভী, পর সম্পদ আত্মসাৎকারী, বিশ্বাস ভঙ্গকারী, মিথ্যাবাদী, দুষ্ট ও আইন অমান্যকারী প্রকৃতির লোক বটে।

২। অত্র মামলার বাদীর বিগত ২১/০৬/২০০৯ ইং তারিখে সকাল অনুমান ৯.৩০ ঘটিকা থেকে দুপুর ২.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় মানিব্যাগে রক্ষিত ইষ্টার্ন ব্যাংক লিঃ এর চেক নং———— সহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। বাদী বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া না পাইয়া বিগত ২৪/০৬/২০০৯ ইং তারিখে পল্টন থানায় জি,ডি নং——— রুজু করেন।

৩। অতঃপর অনৈতিক ও অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার ইচ্ছায় বিগত ২১/১২/২০১১ ইং তারিখে আসামী বাদী বরাবরে লিগ্যাল নোটিশ দিয়ে বাদীর হারানো স্বাক্ষরিত ব্যাংক চেকে ০৭/০৭/২০১১ ইং তারিখ এবং ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উল্লেখপূর্বক বাদীর নিকট দাবী করেন। যাহা বাদী বিগত ২৯/১২/২০১১ ইং তারিখে প্রাপ্ত হয়।

৪। যেহেতু আসামী বাদীর হারানো চেক পেয়ে তারিখ এবং টাকা উল্লেখপূর্বক বাদীর নিকট দাবী করিয়া বাদীকে হয়রানী করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।

৫। যেহেতু বাদীর হারানো ব্যাংক চেকে তারিখ এবং ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লিখিয়া বাদীকে অর্থনৈতিকভাবে হয়রানী ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানসে চেকটি আসামীর নিকট আটক রেখেছে। যাহা নিরীহ ও অসহায় বাদীর ভবিষ্যত জীবন নষ্ট করার গভীর ষড়যন্ত্রের সামিল। এমতাবস্থায়, বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মোতাবেক সার্চ ওয়ারেন্ট জারী করতঃ উক্ত চেকটি আসামীর নিকট থেকে উদ্ধারপূর্বক বাদীকে প্রদানের জন্য প্রার্থনা করিতেছি।

৬। যেহেতু অত্র মামলা দায়েরের কারণ বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন সেহেতু, বাদী বিজ্ঞ আদালতে অত্র মামলা দায়ের করিলেন।

প্রার্থনাঃ

অতএব, প্রার্থনা উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থে অত্র দরখাস্তখানা গ্রহন করতঃ ফৌজদারী কার্যবিধি আইনের ৯৮ ধারা মোতাবেক সার্চ ওয়ারেন্ট ইস্যু করতঃ চেকটি উদ্ধার পূর্বক বাদীর নিকট প্রদানের আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয় এবং আপনার এরূপ আদেশের জন্য দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। ইতি, তাং———।

Check Also

সরকারি ও বেসরকারি চাকুরির প্রিলিমিনারি পরিক্ষার প্রস্তুতি (আর্ন্তজাতিক বিষয়াবলী)