Thursday , April 25 2024

দেওয়ানী কার্যবিধির ধারা-১৩৫ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)

***2544-Header login & logout

আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা
এম.সি.কিউ পরীক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

***3899-Header-CPC-BBC Exam

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

196-ধারা-135

ধারা ১৩৫। দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার হতে অব্যাহতি

১) কোন জজ, ম্যাজিস্ট্রেট কিংবা অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাকে আদালতে যেতে, আদালতে মোকদ্দমা পরিচালনা করতে কিংবা তার আদালত হতে প্রত্যাবর্তন করার সময় কোন দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার হবে না।

২) এখতিয়ার সম্পন্ন কিংবা এইরূপ এখতিয়ার আছে হিসেবে সরলভাবে বিশ্বাস করেন, এরূপ ট্রাইব্যুনালে কোন বিষয় বিচারের আওতাধীন থাকলে তৎবিষয়ের সংগে সংশ্লিষ্ট পক্ষগণ তাদের উকিলগণ, মোক্তারগণ, রাজস্ব প্রতিনিধিগণ এবং স্বীকৃত প্রতিনিধিগণ এবং সমনে আজ্ঞানুযায়ী কার্যরত তাদের সাক্ষীগণ অনুরূপ বিষয়ের উদ্দেশ্যে ট্রাইব্যুনালে গমনকালে উপস্থিত থাকাকালীন সময়ে এবং সেই স্থল হতে প্রত্যাবর্তনের প্রাক্কালে আদালত অবমাননার দোষে উক্ত ট্রাইব্যুনাল কর্তৃক পরোয়ানা জারি ব্যতীত অন্য কোন দেওয়ানী পরোয়ানার অধীনে গ্রেফতার হতে অব্যাহতি পাবে।

৩) যদি কোন দায়িককে অবিলম্বে গ্রেফতার করার আদেশ প্রদান করা হয়ে থাকে, অথবা ডিক্রিজারির জন্য তাকে কেন কারাগারে নিক্ষিপ্ত করা হবে না, তার কারণ দর্শানোর জন্য বলা হয়ে থাকে, তখন সেই ব্যক্তি (২) উপ-ধারানুসারে অব্যাহতি দাবী করতে সমর্থ হবে না।

বিশ্লেষণাত্মক আলোচনাঃ

This content is locked

ONLY FOR PREMIUM MEMBERS

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...