দেওয়ানী কার্যবিধির ধারা-১৩৭ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)
Ok-2544-Header User Info
OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র
আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
|
OK-3893-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র বাটন
Ok-3899-দেওয়ানী কার্যবিধি আইনের সূচীপত্র-বার কাউন্সিল
198-ধারা-137
ধারা ১৩৭। অধঃস্তন আদালতের ভাষা
|
১) এই আইন বলবৎ হওয়ার সময় কোন হাইকোর্ট বিভাগের অধঃস্তন কোন আদালতে ভাষা যা ছিল, সরকার অন্যভাবে নির্দেশ না দেওয়া পর্যন্ত তাই উক্ত অধঃস্তন আদালতে ভাষা হিসেবে চলতে থাকবে।
২) অনুরূপ আদালতের ভাষা কি হবে এবং কোন রীতিতে অনুরূপ আদালতের সমীপে দরখাস্ত এবং আদালতের কার্যধারা লিখিত হবে তা সরকার ঘোষণা করতে পারবে।
৩) যেক্ষেত্রে অনুরূপ কোন আদালতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা ব্যতীত অন্য কিছু লিখিতরূপে নিরূপণ করার জন্য এই আইন আদেশ প্রদান করে কিংবা অনুমতি প্রদান করে, সেক্ষেত্রে অনুরূপ লিখন ইংরেজিতে হতে পারে; কিন্তু কোন পক্ষ বা তার আইনজীবী যদি ইংরেজির সংগে অপরিচিত হন, তবে তার অনুরোধে আদালতের ভাষায় উক্ত ইংরেজির অনুবাদ তাকে সরবরাহ করা হবে, এবং এরূপ ক্ষেত্রে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, অনুবাদের খরচ প্রদানের ব্যাপারে সেরূপ আদেশনামা প্রদান করবে।
বিশ্লেষণাত্মক আলোচনাঃ
This content is locked
ONLY FOR PREMIUM MEMBERSOK-2512-আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষার জন্য দেওয়ানী কার্যবিধির সূচীপত্র
[email protected] Subscribe
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...