দেওয়ানী কার্যবিধির ধারা-২০ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)
Ok-2544-Header User Info
OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র
আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
|
OK-3893-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র বাটন
Ok-3899-দেওয়ানী কার্যবিধি আইনের সূচীপত্র-বার কাউন্সিল
100-ধারা-20
ধারা ২০। যেইখানে বিবাদীগণ বাস করে কিংবা নালিশের কারণ উদ্ভুত হয়, সেখানে অন্যান্য মোকদ্দমাসমূহ রুজুকরণ |
পূর্বে বর্ণিত সীমাবদ্ধতা সাপেক্ষে, প্রত্যেকটি মোকদ্দমা সেই আদালতে রুজু করতে হবে, যার এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে-
ক) বিবাদী, কিংবা একাধিক বিবাদী থাকলে, তাদের প্রত্যেকে মোকদ্দমাটি দায়ের করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে কিংবা ব্যবসা করে বা লাভজনক কাজ করে; কিংবা,
খ) একাধিক বিবাদী থাকিলে তাদের কোন একজন মোকদ্দমা রুজু করার প্রাক্কালে প্রকৃতপক্ষে এবং স্ব-ইচ্ছায় বসবাস করে অথবা ব্যবসা করে কিংবা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করেঃ
তবে শর্ত থাকে যে, এক্ষেত্রে আদালতের পূর্বানুমতি প্রদত্ত হয় অথবা যে সমস্ত বিবাদী উক্ত বর্ণনা মতে বসবাস করে না, ব্যবসা করে না অথবা ব্যক্তিগতভাবে লাভজনক কর্ম করে না। মোকদ্দমা দায়েরের ব্যাপারে তার মৌন সম্মতি প্রদান করে, অথবা
গ) মোকদ্দমার কারণ সম্পূর্ণভাবে বা অংশতঃ উদ্ভব হয়েছে।
ব্যাখ্যা ১। কোন লোকের একস্থানে স্থায়ী বাসস্থান ও অন্য স্থানে অস্থায়ী বাসস্থান থাকলে, তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোন মোকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে বসবাস করে বলে ধরে নিতে হবে।
ব্যাখ্যা ২। কোন কর্পোরেশন বাংলাদেশে ইহার একমাত্র কিংবা প্রধান অফিসে ব্যবসা বাণিজ্য চালায় বলিয়া ধরিতে হইবে, কিংবা যেখানে ইহার অধঃস্তন কোন কার্যালয় আছে, সেই এলাকায় মোকদ্দমার কোন কারণ উদ্ভব হইলে, উহা সেই স্থানে ব্যবসা চালায় বলিয়াও ধরিতে হইবে।
উদাহরণসমূহঃ
ক) ‘ক’ ঢাকায় একজন ব্যবসায়ী। ‘খ’ চট্টগ্রামে ব্যবসা চালায়। ‘খ’ তার প্রতিনিধি মারফত ঢাকাতে ‘ক’ এর মালামাল ক্রয় করে এবং বাংলাদেশ বিমানে অর্পণ করার জন্য ‘ক’-কে অনুরোধ জানায়। ‘ক’ সেই অনুসারে মালগুলি ঢাকায় অর্পণ করে। ‘ক’ মালগুলির মূল্যের জন্য ‘খ’ এর বিরুদ্ধে ঢাকায় যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, অথবা চট্টগ্রামে যেখানে ‘খ ব্যবসা চালায়, মোকদ্দমা দায়ের করতে পারে।
খ) ‘ক’ কক্সবাজার ‘খ’ ঢাকায় এবং ‘গ’ চট্টগ্রামে বসবাস করে। ‘ক’, ‘খ’ ও ‘গ খুলনা থাকা অবস্থায় ‘খ’ ও ‘গ’ একসাথে যৌথভাবে একটি চাহিবামাত্র পরিশোধযোগ্য প্রমিসরি নোটে স্বাক্ষর করিয়া উহা ‘ক’-কে প্রদান করে। ‘ক’ উক্ত ব্যাপারে ‘খ’ ও ‘গ’ এর বিরুদ্ধে খুলনাতে যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, মোকদ্দমা করতে পারে। সেই ‘খ’ এর বিরুদ্ধে ঢাকায়, যেখানে সে বসবাস করে এবং ‘গ’ এর বিরুদ্ধে চট্টগ্রামে যেখানে সে বসবাস করে, মোকদ্দমা করতে পারে। তবে এরূপ প্রত্যেক ক্ষেত্রে বিবাদীদের মধ্যে যে লোক বসবাস করে না, সে আপত্তি করলে আদালতের অনুমতি ব্যতীত মোকদ্দমার কার্য অগ্রসর হতে পারে না।