Friday , March 29 2024

দেওয়ানী কার্যবিধির ধারা-৪ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)

***2544-Header login & logout

আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

***3899-Header-CPC-BBC Exam

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

88-S-4

ধারা ৪। সংরক্ষণ

১) বিপরীত সুনির্দিষ্ট বিধান না থাকলে, বর্তমানে চলমান কোন বিশেষ আইন অথবা ন্যস্তকৃত কোন বিশেষ এখতিয়ার ক্ষমতা, কিংবা বর্তমানে বলবৎ অপর কোন আইন এর আওতায় বা কর্তৃক নির্ণীত কোন বিশেষ আকারের প্রক্রিয়া অত্র আইনের কোন বিধান দ্বারা সীমিত বা অন্যভাবে প্রভাবিত হবে বলে গণ্য হবে না।

২) বিশেষতঃ এবং (১) উপধারায় বর্ণিত সাধারণ নীতিকে ক্ষুন্ন না করে বর্তমানে বলবৎ কোন আইনের অধীন চাষের জমির জন্য উক্ত জমির ফসল হতে খাজনা আদায়ের ব্যাপারে কোন জমিদারের কোন প্রতিকার থাকলে অত্র আইনের কোন বিধান তা সীমাবদ্ধ বা প্রভাবিত করবে না।

আরো দেখুনঃ

ধারা ৫। রাজস্ব আদালতে এই আইনের প্রয়োগ >>

বিশ্লেষণাত্মক আলোচনাঃ

275-Note-Section-4

ধারা ৪ এর মূল কথা

সাধারণভাবে সকল দেওয়ানী মোকদ্দমা দেওয়ানী আদালতে দেওয়ানী কার্যবিধিতে বিধৃত পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। কিন্তু অত্র ধারায় বলা হয়েছে, কোন বিশেষ আইনে কোন বিশেষ পদ্ধতি প্রদত্ত হয়ে থাকলে যেক্ষেত্রে ঐ বিশেষ মোকদ্দমায় সেই বিশেষ আইনে বর্ণিত বিশেষ পদ্ধতি প্রযোজ্য হবে। তবে লক্ষ্য রাখতে হবে, ঐ সমস্ত বিশেষ আইনে যদি পূর্ণাঙ্গ কার্যবিধি দেওয়া না থাকে তাহলে দেওয়ানী কার্যবিধি প্রযোজ্য হবে। যদি বিশেষ আইনের কার্যবিধির সাথে দেওয়ানী কার্যবিধি সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে দেওয়ানী কার্যবিধি প্রযোজ্য হবে না।

3918-Bar Council MCQ Exam Hand Note Lock

[ihc-hide-content ihc_mb_type="block" ihc_mb_who="4" ihc_mb_template="2" ]
বিঃ দ্রঃ আপনি আমাদের ফ্রি মেম্বার অথবা ভিজিটর তাই আংশিক “হ্যান্ডনোট” দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আমাদের প্রিমিয়াম মেম্বাররাই সম্পূর্ন “হ্যান্ডনোট” দেখতে পারবেন এবং হ্যান্ডনোট এর “PDF ফাইল ডাউনলোড” করতে পারবেন। ধন্যবাদ...
[/ihc-hide-content]

This content is locked

ONLY FOR PREMIUM MEMBERS

3917-pdf ফাইল ডাউনলোড এর নির্দেশনা

নির্দেশনাঃ আপনি যদি হ্যান্ডনোট ডাউনলোড করতে চান তাহলে নিচের “হ্যান্ডনোট ডাউনলোড করুন” বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর হ্যান্ডনোট পিডিএফ আকারে ওপেন হবে। পিডিএফ ফাইলটি ওপেন হওয়ার পর উপরের ডান পাশে ... (three dot) এ ক্লিক করুন মোবাইলের ক্ষেত্রে এবং কম্পিউটার/ল্যাপটপ এর ক্ষেত্রে তীর চিহ্ন বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। ডাউনলোড সম্পন্ন হলে “Return to Site” বা  “Back Button” ব্যবহার করুন। শুধুমাত্র আমাদের প্রিমিয়াম মেম্বারগণ “হ্যান্ডনোট ডাউনলোড করুন” বাটনটি দেখতে পাবেন। ধন্যবাদ...

This content is locked

ONLY FOR PREMIUM MEMBERS

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...