দেওয়ানী কার্যবিধির ধারা-৪৮ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)
Ok-2544-Header User Info
OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র
আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
|
OK-3893-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র বাটন
Ok-3899-দেওয়ানী কার্যবিধি আইনের সূচীপত্র-বার কাউন্সিল
2261-ধারা-48
ধারা ৪৮। কতিপয় ক্ষেত্রে তামাদি |
নিষেধাজ্ঞার ডিক্রি ছাড়া অন্য কোন ডিক্রি জারির ক্ষেত্রে আবেদন করা হয়ে থাকলে সেই একই ডিক্রি জারির জন্য নিম্নলিখিত তারিখ হতে বার বৎসর পর প্রদত্ত কোন আবেদন অনুযায়ী একই ডিক্রি জারির জন্য আদেশ দেওয়া যাবে না-
ক) যে ডিক্রি জারির আবেদন করা হয়েছে, উহার তারিখ, বা,
খ) কোন ডিক্রি কিংবা পরবর্তীকালীন আদেশ এ কোন নির্ধারিত তারিখে বা কিস্তিতে টাকা পরিশোধ কিংবা সম্পত্তি প্রদানের নির্দেশ প্রদান করা হলে উহা লংঘনের তারিখ।
২) অত্র ধারার কোন বিধানই-
ক) আবেদন এর তারিখের অব্যবহিত পূর্ববর্তী বার বৎসরের মধ্যে ডিক্রি জারি দেওয়ার ব্যাপারে সাব্যস্ত দেনাদার প্রবঞ্চনা অথবা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা সৃষ্টি করিয়া থাকলে উক্ত বার বৎসর অতিক্রান্ত হওয়ার পর উপস্থাপিত আবেদন মোতাবেক ডিক্রি জারির আদেশ দানে আদালতকে বিরত করবে না; বা
খ) ১৯০৮ সনের তামাদি আইনের প্রথম তফসিলের ১৮৩ অনুচ্ছেদের কার্যকারীতাকে সীমাবদ্ধ বা অন্যভাবে প্রভাবিত করবে না।