Saturday , April 20 2024

দেওয়ানী কার্যবিধির ধারা-৬০ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)

***2544-Header login & logout

আপনি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স এর “ফ্রি ভার্সন” ব্যবহার করেছেন। “প্রিমিয়াম ভার্সন” ব্যবহার করতে চাইলে 01312-256369 (Advocate Rabbani) অথবা 01703-924452 (Advocate Monsur) নাম্বারে কল দিয়ে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করে আই.ডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিন। ধন্যবাদ...

OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা
এম.সি.কিউ পরীক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

***3899-Header-CPC-BBC Exam

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

2265-ধারা-60

ধারা ৬০। ডিক্রি জারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির নিমিত্তে দায়ী

নিম্নবর্ণিত সম্পত্তিসমূহ ক্রোক ও বিক্রির নিমিত্তে ডিক্রি জারি করা যাবে, যথা-জমি, গৃহ বা অন্যান্য দালান কোঠা, মালামাল, টাকা, ব্যাংক নোট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নোট, ইমারত, সরকারি ঋণপত্র, বন্ড বা অন্যবিধ সিকিউরিটি, দেনা, কোম্পানীর শেয়ার এবং অতঃপর এখানে বর্ণিতসমূহ ব্যতীত সাব্যস্ত সেনাদারের অন্য সকল প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যোগ্য সম্পত্তি কিংবা এরূপ সম্পত্তি যার উপর বা যা হতে প্রাপ্য আয় সাব্যস্ত দেনাদারের নিজের প্রয়োজনে ব্যয়ের অধিকার রয়েছে, অনুরূপ সম্পত্তি উক্ত সাব্যস্ত দেনাদারের নিজের নামেই থাকুক বা তার জিম্মাদারীতে কিংবা তার অন্য নামেই থাকুকঃ

তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত অনুরূপ জিনিসসমূহ ক্রোক অথবা নিলামে বিক্রয় করা যাবে না-

ক) সাব্যস্ত দেনাদার, তার স্ত্রী এবং সম্ভানগণের আবশ্যকীয় পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন-পত্রাদি, বিছানা-পত্র এবং এমন গহনা, যা ধর্মীয় বিধান অনুসারে কোন মহিলার পক্ষে হাত ছাড়া ফেলা সম্ভব নয়।

খ) কারিগরের হাতিয়ার, যদি সাব্যস্ত দেনার একজন কৃষিজীবী হন, তবে তার চাষের হাতিয়ার, ক্ষেত বা চাষীজীবীর গো-মহিষাদি এবং বীজশস্য যা দেওয়ানী আদালতের বিচারিক বিবেচনায় তার জীবীকা ও চাষাবাদের নিমিত্তে দরকার এবং এমনরূপ সব কৃষিজাত পণ্য, যা উক্ত কার্যবিধির পরবর্তী ধারানুযায়ী দায়মুক্ত বলে ঘোষিত;

গ) কোন কৃষক বা চাষীর বাসগৃহ ও অন্যান্য গৃহ (উহার সরঞ্জামসহ অবস্থান, তার সাথে সম্পর্কযুক্ত অন্য ভূমি) যা তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয়।

ঘ) হিসেবের খাতাপত্র;

ঙ) ক্ষতিপূরণ এর মোকদ্দমা দায়েরের অধিকার মাত্র;

চ) ব্যক্তিগত সেবার অধিকার;

ছ) সরকারী পেনশন ভোগীদের প্রাপ্য সকল প্রকার মঞ্জুরীকৃত বৃত্তি ও আনুতোষিক বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা যে কোন চাকুরে পারিবারিক পেনশন তহবিল হতে বৃত্তি কিংবা আনুতোষিক এবং রাজনৈতিক পেনশন;

জ) টাকায় বা প্রকারে প্রদেয় শ্রমিক এবং গৃহ ভৃত্যের বেতন বা পারিশ্রমিক;

ঝ) প্রথম একশত টাকা পরিমাণের বেতন এবং বাদবাকী বেতনাদির টাকার অর্ধেকঃ তবে শর্ত থাকে যে, রাষ্ট্রের একজন কর্মচারী, রেলওয়ের, বা স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মচারীর বেতনের যে অংশ ক্রোকের যোগ্য এবং ক্রমাগত বা একনাগারে সর্বমোট ২৪ মাস যাবত ক্রোক যদি একই ডিক্রির দরুন হয়ে থাকে, তাহলে উক্ত ডিক্রির কারণে ক্রোক হতে উহা চূড়ান্তভাবে অব্যাহতি পাবে;

ঞ) যাদের বেতন ও ভাতার উপর ১৯৯২ সনের আর্মি এ্যাক্ট, ১৯৬১ সনের নেভি অর্ডিন্যান্স কিংবা ১৯৫৩ সনের এয়ার ফোর্স এ্যাক্ট এ প্রযোজ্য তাদের বেতন এবং ভাতাদি;

ট) সকল ধরণের বাধ্যতামূলক সঞ্চয় এবং ভবিষ্যৎ তহবিল আইন, ১৯২৫ সনের অধীন জমা দেওয়া বা তা হতে প্রাপ্ত সমুদয় বা যাহা আইন অনুযায়ী ক্রোকের যোগ্য নয় বলে ঘোষিত;

ঠ) সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা ক্রোক হতে মুক্ত বলে ঘোষণা করতে পারে এরূপ রাষ্ট্রের যে কোন কর্মচারীর বা রেলওয়ের যে কোন কর্মচারীর বা স্থানীয় কর্তৃপক্ষের যে কোন কর্মচারীর বেতনের অংশ সংযোজনকারী কোন ভাতা এবং সাময়িক বরখাস্তকালে অনুরূপ যে কোন কর্মচারী যে কোন খরপোষ মঞ্জুরী বা ভাতা,

ড) ওয়ারিশ সূত্রে যে সমস্ত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, উহা বা অন্যবিধ ভবিষ্যৎ স্বার্থ বা অধিকার;

ঢ) ভবিষ্যতে খোরপোষ ভাতা প্রাপ্তির অধিকার;

ণ) বাংলাদেশের কোন আইনের দ্বারা ঘোষিত এবং ডিক্রি জারির কারণে ক্রোক এবং নিলামে বিক্রি থেকে অব্যাহতি প্রাপ্ত কোন ভাতাদি; এবং

ত) বর্তমানে প্রচলিত কোন আইনানুযায়ী বকেয়া ভূমি রাজস্ব পরিশোধের জন্য নীলাম বিক্রি থেকে অব্যাহতি প্রাপ্ত অস্থাবর সম্পত্তি।

ব্যাখ্যা ১। বস্তুতঃ পূর্বে অথবা পরে প্রদানযোগ্য হউক না কেন বর্ণিত (ছ), (জ), (ঝ), (ঞ), (ঠ) ও (ণ) দফায় বর্ণিত বিষয়সমূহ ক্রোক কিংবা বিক্রয় থেকে মুক্ত ও রাষ্ট্রের কর্মচারীর বেতন কিংবা রেলওয়ে কর্মচারীর বেতন বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীর বেতন ব্যতীত বেতনের ক্ষেত্রে উহার ক্রোকযোগ্য অংশ বস্তুতঃ প্রদানযোগ্য না হওয়া পর্যন্ত ক্রোক হতে অব্যাহতি পাবে।

ব্যাখ্যা ২। (জ) ও (ঝ) দফায় বেতন বলতে (ঠ) দফার বিধানগুলির আওতাধীনে ক্রোক থেকে মুক্ত ঘোষিত কোন ভাতা বহির্ভূত কর্তব্যরত কিংবা ছুটিতে থাকাকালীন চাকুরী থেকে কোন লোকের দ্বারা প্রাপ্ত মোট মাসিক বেতন।

ব্যাখ্যা ৩। ১৯৭৩ সনের ৮নং আইন, যাহা ১৯৭৪ সনের ৫৩তম সংশোধিত আইন দ্বারা ৬০ ধারার আওতাধীন “ব্যাখ্যা ৩” বাতিল করা হয়েছে।

২) এই ধারার উল্লেখিত কোন বিধান অনুযায়ী- কোন বাসগৃহ না অন্যান্য ইমারত (ইহার মাল মসল্লা ও অবস্থান, ভূমি এবং উহার সংযুক্ত যে ভূমি না থাকলে উহা ভোগ-দখল করা সম্ভব নয়, উহাসহ) অনুরূপ গৃহ বা ভূমির বকেয়া খাজনার দরুণ ডিক্রি জারির জন্য ক্রোক ও নিলাম বিক্রয় হতে মুক্ত হবে না।

বিশ্লেষণাত্মক আলোচনাঃ

This content is locked

ONLY FOR PREMIUM MEMBERS

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...