দেওয়ানী কার্যবিধির ধারা-৭০ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)
Ok-2544-Header User Info
OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র
আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
|
OK-3893-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র বাটন
Ok-3899-দেওয়ানী কার্যবিধি আইনের সূচীপত্র-বার কাউন্সিল
144-ধারা-70
ধারা ৭০। কার্যপদ্ধতি সংক্রান্ত বিধি |
১) সরকার উপরিউক্ত বিধানগুলির সাথে সামঞ্জস্য রেখে-
ক) আদালত হতে কালেক্টরের নিকট ডিক্রি প্রেরণ এবং উহার জারিতে কালেক্টর এবং তার অধঃস্তনদের কর্মপদ্ধতি নিয়ন্ত্রণের জন্য এবং কালেক্টরের নিকট হতে আদালতে ডিক্রি পুনঃপ্রেরণের জন্য;
খ) ডিক্রি কালেক্টরের নিকট হস্তান্তরিত না হলে তা জারির ব্যাপারে আদালত যে সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, তৎসকল কিংবা তন্মধ্যে যে কোন ক্ষমতা কালেক্টর বা তাঁর কোন গেজেটেড অধঃস্তন লোকের বরাবরে অর্পণের জন্য;
গ) ডিক্রি কালেক্টরের নিকট হস্তান্তরিত না হলে, অত্র আইন কিংবা বর্তমানে কার্যকর অন্য আইনের অধীনে আপীল বা রিভিশন আদালত সমূহ আপীল বা রিভিশনে যে আদেশ প্রদান করতে পারত সেরূপ আদেশ যাতে কালেক্টর বা কালেক্টরের আওতাধীন কোন গেজেটেড অধঃস্তন লোক প্রদান করতে পারে বা অনুরূপ আদেশ সম্পর্কে প্রদত্ত আদেশের ন্যায় ঊর্ধ্বতন রাজস্ব কর্তৃপক্ষের নিকট আপীল এবং রিভিশন সম্পর্কিত আদেশ বা অনুরূপ আদেশ সম্পর্কে আপীলে যাতে আদেশ প্রদান করে উহার ব্যবস্থা করে নিয়মাবলী প্রণয়ন করতে পারে।
২) দেওয়ানী আদালতের ক্ষমতা বারিতঃ উপ-ধারা (১) এর আওতাধীনে বিধানাবলী দ্বারা কালেক্টর বা কালেক্টরের কোন গেজেটেড অধঃস্তন লোক বা কোন আপীল বা রিভিশন সম্পর্কে কর্তৃপক্ষের উপর ক্ষমতা, আদালত দ্বারা বা আদালতের ডিক্রি বা আদেশ সম্পর্কে আপীল বা রিভিশন এখতিয়ারসম্পন্ন কোন আদালত দ্বারা প্রয়োগযোগ্য হবে না।