দেওয়ানী কার্যবিধির ধারা-৯২ (আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রন্তুতি)
Ok-2544-Header User Info
OK-10-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র
আইনজীবী তালিকাভুক্তি পরিক্ষার প্রস্তুতি
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
|
OK-3893-দেওয়ানী কার্যবিধির সূচীপত্র বাটন
Ok-3899-দেওয়ানী কার্যবিধি আইনের সূচীপত্র-বার কাউন্সিল
165-ধারা-92
ধারা ৯২। জনসাধারণের দাতব্য প্রতিষ্ঠানঃ
|
সর্বসাধারণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত দাতব্য কিংবা ধর্মীয় প্রকৃতির প্রকাশ বা নিহিত ট্রাষ্টের অভিযোগে আনয়নকৃত কোন ধরনের সংঘটনের ক্ষেত্রে বা যখন ট্রাষ্টের প্রশাসনের জন্য আদালতের নির্দেশনার প্রয়োজন অনুভব হয়, তখন এটর্নী জেনারেল বা ট্রাষ্টের স্বার্থ সম্পর্কিত দুই বা তার অধিক লোক এটর্নী জেনারেল লিখিতভাবে অনুমোদিত হয়ে মূল এখতিয়ারসম্পন্ন প্রধান সিভিল কোর্টে বা যে এখতিয়ারের স্থানীয় সীমারেখায় ট্রাষ্টের বিষয়ের সামগ্রিক বা কোন অংশে অবস্থিত উক্ত স্থানীয় সীমারেখায় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতায় আসীন হয়ে অপর কোনরূপ আদালতে-
ক) কোন অছিকে অপসারণ করার;
খ) নুতন অছি নিয়োগ করার;
গ) অছির অনুকুলে কোন সম্পত্তি অর্পণ করার;
ঘ) হিসাব দাখিল এবং অনুসন্ধানের নির্দেশ প্রদান;
ঙ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির কি পরিমাণ অংশ বা তাতে অবস্থিত স্বার্থ ট্রাষ্টের কোন বিশেষ উদ্দেশ্যে বন্টন করা হবে সেই সম্পর্কে ঘোষণা করার;
চ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির সামগ্রিক বা কোন আংশিকভাবে ভাড়া প্রদান, বিক্রয় করা, বন্ধক দেওয়া বা বিনিময় করতে ক্ষমতা প্রদান করার;
ছ) কোন পরিকল্পনার কার্য সম্পাদন করার; বা
জ) মোকদ্দমার ধরণ অনুপাতে প্রয়োজনীয় অনুরূপ আরো বা অন্য প্রতিকার মঞ্জুর করার জন্য ডিক্রি লাভ করতে প্রতিদ্বন্দ্বিতা অথবা অ-প্রতিদ্বন্দ্বিতামূলক মোকদ্দমা দায়ের করতে পারে।
২) ধর্মীয় দান আইন, ১৮৬৩ (১৮৬৩ সনের ২নং আইন) এর বিধান ব্যতীত উক্তরূপ আইনে উল্লেখিত ট্রাষ্ট সম্পর্কে (১) উপ-ধারায় বর্ণিত প্রতিকারসমূহ দাবী করে উক্ত উপ-ধারার বিধানের সাথে মিল ব্যতীত কোনরূপ মোকদ্দমা দায়ের করা যাবে না।