*** প্রশ্ন-১ঃ কোন ধরনের মোকদ্দমায় তামাদী আইনের ৫ ধারা প্রযোজ্য হবে? আদালত কি তামাদি আইনের ৫ ধারা মোতাবেক দায়েরকৃত কোন দরখাস্ত মঞ্জুর করতে বাধ্য?
*** প্রশ্ন-২ঃ ১৯০৮ সনের তামাদি আইন পাসের উদ্দেশ্য কি? ‘আইনগত অক্ষমতা’ বলতে আপনি কি বুঝেন?
*** প্রশ্ন-৩ঃ মোকদ্দমাটি তামাদিতে বারিত বলতে আপনি কি বোঝেন? কোন কোন প্রকার মোকদ্দমায় তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য? বিশেষ আইনের আওতায় দায়েরকৃত কোন মামলার ক্ষেত্রে, যেখানে বিশেষ তামাদির বিধান রয়েছে, তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য কি? যদি না হয়, কেন?
|