দন্ডবিধির সম্ভাব্য প্রশ্নসমূহ *** প্রশ্ন-১ঃ দন্ডবিধির ২৯৯ ও ৩০০ ধারাসমূহে সংজ্ঞায়িত অপরাধসমূহের মধ্যে প্রধান পার্থক্যগুলো উদাহরণসহ আলোচনা করুন। *** প্রশ্ন-২ঃ দন্ডবিধির সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখপূর্বক পৃথক উদাহরণসহ ‘প্রতারণা’ ও ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গ’ বিশ্লেষণ করুন বা দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক উদাহরণসহ প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদানসহ বিশ্লেষণ করুন। *** প্রশ্ন-৩। আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝায়? আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি? উদাহরণসহ আলোচনা করুন।