ভূমি জরিপ সংক্রান্ত অধিকার লংঘন ও প্রতিকার
[maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/land-matters/” text=”সূচীপত্রে ফিরে যান” ] | [maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/” text=”মূল পাতায় ফিরে যান” ] |
ভূমি জরিপ সংক্রান্ত অধিকার লংঘন ও প্রতিকার
ভূমি জরিপ সংক্রান্ত অধিকার সাধারনত লংঘন হয় নিম্নোক্ত উপায়েঃ
- জমি জরিপ হওয়ার বিষয়ে না জানানো৷
- রেকর্ড সংশোধনের জন্য সময় ও সুযোগ না দেওয়া৷
- চূড়ান্ত রেকর্ড প্রকাশনার কাজ চলার সময় পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া৷
- রেকর্ডের মুদ্রিত কপি ও নকশা সংগ্রহ করতে চাইলে তা প্রদান না করা৷
- কোন ব্যক্তি মারা গেলে তার উত্তরাধিকারীগণের নামে জমি রেকর্ড করিয়ে নেওয়ার সুযোগ না দেওয়া৷
- রেকর্ডের মুদ্রিত অংশের কপি পাওয়া এবং তা সংশোধনের সুযোগ না দেওয়া৷
- চূড়ান্ত প্রকাশনার পরও যদি কোনো ভুল থাকে তাহলে ভূমি জরিপ ট্রাইবুনালে মোকদ্দমা করতে বাধা দেওয়া৷
প্রতিকারের জন্য কোথায় যেতে হবে?
ভূমি জরিপ সংক্রান্ত কোনো ব্যাপারে কোন সমস্যা হলে প্রথমে ভূমি জরিপকারী আমিনের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করতে হবে৷ যদি সমাধান না হয় তাহলে থানা ভূমি সেটেল্টমেন্ট অফিসারের অফিসে গিয়ে জরিপ সংশোধনের জন্য লিখিত দরখাস্ত দাখিল করতে হবে৷ (১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৩০ ধারা)
কত দিনের মধ্যে আপত্তি দাখিল করতে হবে?
ভূমি জরিপের খসড়া প্রকাশের পর ৩০ দিনের মধ্যে৷ (১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৩০ ধারা)
ভূমি জরিপ চূড়ান্ত প্রকাশের পর কোথায় যেতে হবে?
ভূমি জরিপের পর জরিপের চূড়ান্ত প্রকাশের পর যদি কোনো ব্যক্তি অসন্তুষ্ট হন তাহলে ভূমি জরিপ ট্রাইবুনালে মোকদ্দমা দায়ের করতে হবে৷ {১৯৫০ সালের স্টেট একুইজিশন এক্টের (সংশোধনী ২০০৪) এর ১৪৪, ১৪৫ (ক) ৬ ধারা}
কত দিনের মধ্যে করতে হবে?
জরিপের চূড়ান্ত প্রকাশের পর ১ (এক) বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে৷
আপিল করার সুযোগ আছে কি?
আছে৷
কোথায় যেতে হবে?
সরকার কতৃর্ক নির্ধারিত ভূমি জরিপ আপিলেট ট্রাইবুনালে। {১৯৫০ সালের স্টেট একুইজিশন এক্টের (সংশোধনী ২০০৪) এর ১৪৪, ১৪৫ (ক) ৬ ধারা}
কত দিনের মধ্যে?
ভুমি জরিপ ট্রাইবুনালের প্রদত্ত আদেশের তারিখ হতে ৩ (তিন) মাসের মধ্যে৷
ভূমি জরিপ আপিলেট ট্রাইবুনালের আদেশেও যদি কোন ব্যক্তি সন্তুষ্ট না হন তাহলে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপিল করতে পারবেন।
আরো পড়ুনঃ
ভূমি জরিপ চলাকালে ভূমি মালিকদের করনীয় কি? (এখানে ক্লিক করুন)
[maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/land-matters/” text=”সূচীপত্রে ফিরে যান” ] | [maxbutton id=”1″ url=”https://legalstudy24.com/” text=”মূল পাতায় ফিরে যান” ] |