সাক্ষ্য আইন, ১৮৭২
প্রশ্ন: সাক্ষ্য আইন, ১৮৭২ কি?
উত্তর: এটি বাংলাদেশের সাক্ষ্য (প্রমাণ) আইন, যা প্রমাণ গ্রহণের নিয়ম নির্ধারণ করে। ১৮৭২ সালে প্রণীত এ আইনে আদালতে সাক্ষী এবং দলিলের মাধ্যমে প্রমাণ উপস্থাপনার শর্তাবলী উল্লেখ আছে। এর উদ্দেশ্য হলো বিচারিক কার্যক্রমকে সুশৃঙ্খল ও যুক্তিপূর্ণ করা।
প্রশ্ন: সাক্ষ্য আইন, ১৮৭২ কখন কার্যকর হয়?
উত্তর: এই আইনটি ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
প্রশ্ন: আইনটি কোথায় প্রযোজ্য?
উত্তর: আইনটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য।
প্রশ্ন: সাক্ষ্য আইন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: এ আইন বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করে। এতে নির্ধারিত হয় কী প্রমাণ গ্রহণযোগ্য, সাক্ষী কেমন করে বিবৃতি দিবেন, প্রমাণের ভার কাকে বহন করতে হবে ইত্যাদি। ফলে আইনের নিয়ম মেনে তদন্ত ও বিচার নিশ্চিত হওয়ার কারণে সঠিক রায় প্রদান সম্ভব হয়।
সাম্প্রতিক প্রকাশিত ভিডিওসমূহ
বাংলাদেশের আইনসমগ্র
-
The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 | বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২
-
The Limitation Act, 1908 | তামাদি আইন, ১৯০৮
-
The Code of Civil Procedure, 1908 | দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
Legal Study A True Art of Learning
