Sunday , August 31 2025

The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 (President’s Order)

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স
অ্যান্ড
বার কাউন্সিল আদেশ, ১৯৭২

(রাষ্ট্রপতির ৪৬নং আদেশ)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।

WHEREAS it is expedient to amend and consolidate the law relating to legal practitioners and to provide for the constitution of a Bar Council for Bangladesh and for matters incidental or ancillary thereto:

যেহেতু আইনজীবীদের (লিগ্যাল প্র্যাকটিশনার্স) সম্পর্কিত আইন সংশোধন ও সুসংহত করা এবং বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন ও আনুষঙ্গিক বিষয়াদি সরবরাহ করা প্রয়োজন; সেইহেতু নিচে দেওয়া আইন প্রণীত হলোঃ

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স দেখতে এখানে ক্লিক করুন!
আয়কর ও ভ্যাট ট্রেনিং এর কোর্স দেখতে এখানে ক্লিক করুন!

লক্ষ্য করুনঃ আইনের শিক্ষার্থীরা এবং সাধারণ পাঠকরা প্রায়ই The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 (President’s Order)-কে বিভিন্নভাবে যেমনঃ Bar Council Order 1972, অথবা Bar Council Order নামে খোঁজেন। এই ভিন্ন নামগুলো সম্পর্কে ধারণা থাকলে খোঁজার সময় ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। এছাড়াও, অনেকে Laws of Bangladesh ওয়েসাইটে প্রবেশ করে এই আইনটি খোঁজ করেন।