বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২
প্রশ্ন: বার কাউন্সিল আদেশ, ১৯৭২ কী?
উত্তর: এটি বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা 'বাংলাদেশ বার কাউন্সিল' প্রতিষ্ঠা, এর গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং আইনজীবীদের তালিকাভুক্তি ও পেশাগত আচরণের নীতিমালা সংক্রান্ত একটি রাষ্ট্রপতির আদেশ।
প্রশ্ন: এ আদেশটি কবে জারি করা হয়?
উত্তর: আদেশটি ১৯৭২ সালে জারি হয় এবং স্বাধীন বাংলাদেশের আইন পেশাকে আনুষ্ঠানিক কাঠামো দেয়।
প্রশ্ন: বার কাউন্সিলের প্রধান কাজ কী?
উত্তর: বার কাউন্সিলের প্রধান কাজ হলো আইনজীবীদের তালিকাভুক্ত করা, তাদের পেশাগত আচরণবিধি প্রণয়ন করা, আইনজীবীদের স্বার্থ রক্ষা করা এবং আইন শিক্ষার মান নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রধান শর্ত কী?
উত্তর: এই আদেশ অনুযায়ী, আইনজীবী হতে হলে বাংলাদেশের নাগরিক, ন্যূনতম ২১ বছর বয়সী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রিধারী এবং বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সাম্প্রতিক প্রকাশিত লেকচারসমূহ
বাংলাদেশের আইনসমগ্র
-
The Bangladesh Legal Practitioner’s and Bar Council Order, 1972 | বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ, ১৯৭২
-
The Limitation Act, 1908 | তামাদি আইন, ১৯০৮
-
The Code of Civil Procedure, 1908 | দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
Legal Study A True Art of Learning
