Thursday , April 18 2024

বর্গা চাষ, পর্ব-০৭

জমি বর্গা নেয়ার সীমাবদ্ধতাঃ কোন বর্গাদারই ১৫ বিঘার বেশী জমি বর্গাচাষের জন্য গ্রহণ করতে পারবেন না। (১৯৮৪ সালের ভূমি সংক্রান্ত অধ্যাদেশের ১৪ ধারা)

চাষ কার্যে বাধা নিষেধঃ বর্গা চাষের সংগে জরিত ব্যক্তি বর্গাচুক্তির অধীনে চাকুরে বা শ্রমিক হিসাবে জমি চাষ করবেন। যদি কোনো ব্যক্তি এই ধারার নিয়মাবলী লংঘন করে জমি চাষ করেন তাহলে নির্ধারিত কর্তৃপক্ষ উত্‍পন্ন ফসল বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে পারবেন। (১৯৮৪ সালের ভূমি সংক্রান্ত অধ্যাদেশের ১৫ ধারা)

বিরোধীয় বিষয় ও মীমাংসাঃ কোনো কারণে জমির উত্‍পন্ন ফসলের বিভাজন, বর্গাচুক্তির অবসান অথবা উত্‍পন্ন ফসলের গোলাজাত করন ও মাড়াইয়ের স্থান নির্ধারণ ইত্যাদি নিয়ে মনিব এবং বর্গাদারের মধ্যে বিরোধের সৃষ্টি হতে পারে সেই বিরোধ নিরসনের জন্য বিরোধ সৃষ্টির দিন থেকে ৩ মাসের মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে ৷ তারপর বিরোধ নিষ্পত্তির দরখাস্তের ভিত্তিতে নির্ধারিত কর্তৃপক্ষ উভয় পক্ষকে শুনানীর জন্য সুযোগ দিয়ে সাক্ষ্য উপস্থাপন সহ প্রয়োজন তদন্ত করে দরখাস্ত গ্রহণের তারিখ হতে ৩ মাসের মধ্যে সিদ্ধান্ত প্রদান করবেন। (১৯৮৪ সালের ভূমি সংক্রান্ত অধ্যাদেশের ১৬ ধারা)

<<< পর্ব-০৬ পর্ব-০৮ >>>

Check Also

সরকারি ও বেসরকারি চাকুরির প্রিলিমিনারি পরিক্ষার প্রস্তুতি (আর্ন্তজাতিক বিষয়াবলী)