Thursday , March 28 2024

যৌতুক দাবি করলে কি করবেন? (পর্ব-০৮)

সমনঃ সমন হলো কাউকে আদালতে হাজির হওয়ার জন্য ডেকে আনা। ফৌজদারী কার্যবিধির ৬৮ ধারা অনুসারে সমন দেয়া হয়৷ সমন দু’ধরনের হয়ে থাকে তাহলঃ

ক) আসামীর প্রতি সমন

খ) সাক্ষীর প্রতি সমন

প্রতিটি সমন নির্দিষ্ট ফরমে দিতে হবে এবং এ সমনের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো থাকতে হবেঃ

  • আসামী বা সাক্ষীকে যে আদালতে হাজির করতে হবে তার নাম;
  • হাজির হওয়ার তারিখ ও স্থান;
  • সমন প্রাপকের নাম ও ঠিকানা;
  • কেন সমন দেয়া হচ্ছে তার বর্ণনা ইত্যাদি;
  • সমন বিচারকের স্বাক্ষর ও আদালতের সীল মোহরাযুক্ত হতে হবে।

সমন ইস্যুর পদ্ধতিঃ

  • ফৌজদারী কার্যবিধির ৬৮(২) ধারা অনুসারে সমন পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক এ সম্পর্কে প্রণীত বিধি সাপেক্ষে সমন ইস্যুকারী আদালতের অফিসার বা অন্য কোন সরকারী কর্মচারী জারি করবেন।
  • ফৌজদারী কার্যবিধির ৬ঌ(১) ধারা বিধান অনুসারে যাকে সমন দেয়া হচ্ছে তার নিকট ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে।
  • ফৌজদারী কার্যবিধির ৬ঌ(২) ধারার বিধান অনুসারে যাকে সমন দেয়া হচ্ছে তিনি সমনের অতিরিক্ত কপির পিছনের পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকার স্বাক্ষর দিবেন।
  • কোন কোম্পানী বা প্রতিষ্ঠানের নামে সময় জারির প্রয়োজন হলে ঐ প্রতিষ্ঠানের প্রধান বা কোন অফিসারের নামে সমন ইস্যু করতে হবে।
  • সমন প্রাপককে যুক্তিসঙ্গত খোঁজাখুজির পরও পাওয়া না গেলে ফৌজদারী কার্যবিধির ৭০ ধারার বিধান অনুসারে সময় প্রাপকের পরিবারের কোন সাবালক পুরুষ সদস্যের নিকট প্রদানের মাধ্যমে সমন জারি করা যাবে।
  • সমন প্রাপককে বা তার পরিবারের কোন সদস্যকেও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ৭১ ধারা বিধান অনুসারে সমন প্রাপক সচারাচর যেখানে বাস করেন সেখানে লটকিয়ে জারী করলে সমন যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে।
  • সমন প্রাপক সরকারী কর্মচারী হলে ফৌজদারী কার্যবিধির ৭২ ধারার বিধান অনুসারে তার অফিস প্রধানের মাধ্যমে সমন জারি করতে হবে।
  • সমন প্রাপক আদালতের এখতিয়ারাধীন এলাকার বাইরে অন্য কোন আদালতের এখতিয়ারাধীন এলাকায় বাস করলে ফৌজদারী কার্যবিধির ৭৩ ধারার বিধান অনুসারে ঐ আদালতের মাধ্যমে সমন জারি করতে হবে।
  • ফৌজদারী কার্যবিধির ৭৪ ধারার বিধান অনুসারে সমনের ডুপ্লিকেট কপি আদালতে সমন জারির সাক্ষ্য হিসেবে গণ্য হবে।

<<< ৭ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন ৯ম পর্ব দেখতে এখানে ক্লিক করুন >>>