Sunday , August 31 2025

The Evidence Act, 1872

সাক্ষ্য আইন, ১৮৭২

(১৮৭২ সালের ১নং আইন)

দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়। নির্দিষ্ট কোন আইনি বিষয়ের জন্য সঠিক পরামর্শ নিতে অভিজ্ঞ ও তালিকাভুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণ করার অনুরোধ রইল।

WHEREAS it is expedient to consolidate, define and amend the law of Evidence; It is enacted as follows:

যেহেতু সাক্ষ্য প্রমাণের আইনকে সংহত করা, সংজ্ঞায়িত করা এবং সংশোধন করা দরকার; সেইহেতু নিম্নরূপ আইন প্রণীত হলোঃ

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স দেখতে এখানে ক্লিক করুন!
আয়কর ও ভ্যাট ট্রেনিং এর কোর্স দেখতে এখানে ক্লিক করুন!

লক্ষ্য করুনঃ আইনের শিক্ষার্থীরা এবং সাধারণ পাঠকরা প্রায়ই The Evidence Act, 1872-কে বিভিন্নভাবে যেমনঃ Evidence Act 1872, Evidence Act, অথবা The Evidence Act 1872 নামে খোঁজেন। এই ভিন্ন নামগুলো সম্পর্কে ধারণা থাকলে খোঁজার সময় ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। এছাড়াও, অনেকে Laws of Bangladesh ওয়েসাইটে প্রবেশ করে এই আইনটি খোঁজ করেন।