The Code of Civil Procedure, 1908 । Order 3, Rule 4. Appointment of pleader
আদেশের ইংরেজী ভার্সনঃ
Order III, Rule 4.
Appointment of pleader:
(1) No pleader shall act for any person in any Court, unless he has been appointed for the purpose by such person by a document in writing signed by such person or by his recognized agent or by some other person duly authorized by or under a power-of-attorney to make such appointment.
(2) Every such appointment shall be filed in Court and shall be deemed to be in force until determined with the leave of the Court by a writing signed by the client or the pleader, as the case may be, and filed in Court, or until the client or the pleader dies, or until all proceedings in the suit are ended so far as regards the client.
(3) For the purposes of sub-rule (2) an application for review of judgment, an application under section 144 or section 152 of this Code, any appeal from any decree or order in the suit and any application or act for the purpose of obtaining copies of documents or return of documents produced or filed in the suit or of obtaining refund of monies paid into the Court in connection with the suit shall be deemed to be proceedings in the suit.
(4) The High Court Division may, by general order, direct that, where the person by whom a pleader is appointed is unable to write his name, his mark upon the document appointing the pleader shall be attested by such person and in such manner as may be specified by the order.
(5) No pleader who has been engaged for the purpose of pleading only shall plead on behalf of any party, unless he has filed in Court a memorandum of appearance signed by himself and stating-
(a) the names of the parties to the suit,
(b) the name of the party for whom he appears, and
(c) the name of the person by whom he is authorised to appear.
Provided that nothing in this sub-rule shall apply to any pleader engaged to plead on behalf of any party by any other pleader who has been duly appointed to act in Court on behalf of such party.
আদেশের বাংলা ভার্সনঃ
আদেশ ৩, নিয়ম ৪।
কৌশুলী নিয়োগঃ
(১) কোন লোক দ্বারা কিংবা পাওয়ার অব ত্রটর্নী মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত কিংবা স্বীকৃত প্রতিনিধি কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্র কর্তৃক নিযুক্ত না হলে কোন কৌশুলী কোন লোকের তরফ হতে কোন কার্য সম্পন্ন করতে পারবে না।
(২) উক্তরূপ নিয়োগপত্র আদালতে পেশ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আদালতের অনুমতিক্রমে মক্কেল বা কৌশুলী কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত পত্র আদালতে দাখিল করে উক্ত নিয়োগ বাতিল না হয়, কিংবা যতক্ষণ পর্যন্ত মক্কেল বা কৌশুলীর মৃত্যু না হয় কিংবা যতক্ষণ পর্যন্ত আদালতে মক্কেলের মোকদ্দমার কার্যক্রম সমাপ্তি না হয়, ততক্ষণ পর্যন্ত উক্ত নিয়োগ বলবৎ থাকবে।
(৩) উপ-বিধি (২) এর উদ্দেশ্যে রায় পুনরীক্ষণের আবেদন, উক্ত আইনের ১৪৪ বা ১৫২ ধারার আওতাধীনে আবেদন, মোকদ্দমায় কোন ডিক্রি বা আদেশ হতে কোন আপিল ও মোকদ্দমায় উপস্থাপন করা হয়েছে এমন দাখিলকৃত দলিলের নকল পাবার কিংবা দলিল ফেরত নেওয়ার বা মোকদ্দমা সম্বন্ধীয় আদালতে প্রদান করা হয়েছে এমন টাকা ফেরত নেওয়ার উদ্দেশ্যে কোন আবেদন বা কার্য মোকদ্দমায় কার্যধারা বলে গণ্য হবে।
(৪) হাইকোর্ট বিভাগ একটি সাধারণ আদেশের মাধ্যমে এমন ধরণের নির্দেশ প্রদান করতে পারে যে, যেক্ষেত্রে কৌশুলী নিয়োগকারী কোন লোক নাম স্বাক্ষর করতে অক্ষম, সেক্ষেত্রে নির্দিষ্ট কোন লোক দ্বারা কৌশুলী নিযুক্তির জন্য নিয়োগপত্রের উপর প্রদত্ত চিহ্ন উক্ত আদেশে সহিমোহরকৃত হতে হবে।
(৫) কোন কৌশুলী শুধুমাত্র সাওয়াল জওয়াব করার উদ্দেশ্যে কোন পক্ষ কর্তৃক নিযুক্ত হলে কোন পক্ষের মাধ্যম হতে সওয়াল করতে বা জবাব প্রদান করতে পারবে না যদি না তার নিজের স্বাক্ষরিত, এবং
(এ) মোকদ্দমায় পক্ষগণের নাম;
(বি) যে পক্ষে তিনি হাজির হবেন, সেই পক্ষের নাম; এবং
(সি) যে লোক কর্তৃক তিনি হাজিরার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, তার নাম সম্বলিত একটি হাজিরার স্মারক আদালতে দাখিল করেন।
তবে শর্ত থাকে যে, এই উপ-নিয়মের কোন বিধানই অনুরূপ পক্ষের অনুকূলে আদালতে কার্য সম্পাদন করতে যথারীতি নিযুক্ত হয়েছে এরূপ অন্য কোন কৌশুলী কর্তৃক কোন পক্ষের পক্ষে ওকালতি করতে নিযুক্ত কৌশুলীর বেলায় প্রযোজ্য হবে না।