Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 17. Procedure when defendant refuses to accept service, or cannot be found

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 17.
Procedure when defendant refuses to accept service, or cannot be found:
Where the defendant or his agent or such other person as aforesaid refuses to sign the acknowledgement, or where the serving officer, after using all due and reasonable diligence, cannot find the defendant, and there is no agent empowered to accept service of the summons on his behalf, nor any other person on whom service can be made, the serving officer shall affix a copy of the summons on the outer door or some other conspicuous part of the house in which the defendant ordinarily resides or carries on business or personally works for gain, and shall then return the original to the Court from which it was issued, with a report endorsed thereon or annexed thereto stating that he has so affixed the copy, the circumstances under which he did so, and the name and address of the person (if any) by whom the house was identified and in whose presence the copy was affixed.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ১৭।
যেক্ষেত্রে বিবাদী সমন নিতে অস্বীকার করে, কিংবা তাকে পাওয়া না যায় সেক্ষেত্রে পদ্ধতিঃ
বিবাদী, বা তার প্রতিনিধি বা পূর্বোক্ত অনুরূপ কোন লোক যদি উপরোক্তরূপ প্রাপ্তি স্বীকারমূলক দস্তখত প্রদান করতে অস্বীকার করে, কিংবা যথাযথভাবে সবধরনের চেষ্টা স্বত্ত্বেও সমন জারিকারক কর্মকর্তা যদি বিবাদীকে না পায়, এবং বিবাদীর পক্ষে সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বা অপর কোন লোক যদি না থাকে, সেক্ষেত্রে যে গৃহে বিবাদী সাধারণত বসবাস করে বা ব্যবসা বা অন্য কোন লাভজনক কর্ম সম্পাদন করে, উক্ত কর্মকর্তা সেই গৃহের বর্হিদ্বারে বা অন্য কোন প্রকাশ্য অংশে সমনের একটি নকল লটকিয়ে দিবে, এবং অনুরূপভাবে যে সমন জারি করা হয়েছে ও যে অবস্থায় তা করা হয়েছে সেই অনুযায়ী একটি বিবৃতি, যে লোক উক্ত গৃহ সনাক্ত করেছে (যদি কেহ করে থাকে) তার উপস্থিতিতে সমন লটকিয়ে দেওয়া হয়েছে তার নাম ঠিকানাসহ মূল সমনের পৃষ্ঠে বা তৎসহ গ্রথিত কোন কাগজে লিপিবদ্ধ করতঃ মূল সমনটি উক্ত সমন প্রদানকারী আদালতে ফেরত দিবে।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact