দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
আদেশ এর ইংরেজী ভার্সনঃ
Order V, Rule 18.
Endorsement of time and manner of service:
The serving officer shall, in all cases in which the summons has been served under rule 16, endorse or annex, or cause to be endorsed or annexed, on or to the original summons, a return stating the time when and the manner in which the summons were served, and the name and address of the person (if any) identifying the person served and witnessing the delivery or tender of the summons.
আদেশ এর বাংলা ভার্সনঃ
আদেশ ৫, নিয়ম ১৮।
জারির সময় ও পদ্ধতি উল্লেখঃ
যেক্ষেত্রে বিধি ১৬ মোতাবেক সমন জারি করা হয়েছে, সেক্ষেত্রে জারিকারক কর্মকর্তা কোন সময় এবং কোন প্রক্রিয়ায় সমন জারি করা হয়েছে, তা এবং যে লোক সমন গ্রহণকারীকে সনাক্ত করেছে এবং সমন অর্পণ বা প্রদান করা প্রত্যক্ষ করেছে, তার নাম ও ঠিকানা (যদি থাকে) সম্বলিত একটি প্রতিবেদন মূল সমনের সাথে লিপিবদ্ধ করে তৎসঙ্গে গ্রথিত অন্য কাগজে লিখে আদালতে পেশ করবে।
বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমার প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে
YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে
Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। যদি SUBSCRIBE করতে সমস্যা হয় তাহলে সরাসরি
YouTube এ প্রবেশ করে Advocate Almonsur লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটিকে খুঁজে বের করে
Subscribe করতে পারেন। ধন্যবাদ...