Friday , September 19 2025

The Code of Civil Procedure, 1908 । Order 5, Rule 19A. Declaration of serving officer

দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

(১৯০৮ সালের ৫নং আইন)
দায়িত্ব অব্যাহতি (Disclaimer): এটি শুধুমাত্র শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত সকল তথ্য, দৃষ্টান্ত ও উপাত্ত বিজ্ঞ আইনজীবীদের পেশাগত পরামর্শের বিকল্প নয়।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।

আদেশ এর ইংরেজী ভার্সনঃ

Order V, Rule 19A.
Declaration of serving officer:
A declaration made and subscribed by serving officer shall be received as evidence of the facts as to the service or attempted service of summons.

আদেশ এর বাংলা ভার্সনঃ

আদেশ ৫, নিয়ম ১৯এ।
জারিকারক কর্মকর্তার ঘোষণাঃ
জারিকারক কর্মকর্তা কর্তৃক যে ঘোষণা ও স্বাক্ষর প্রদান করবে তা সমন জারির প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য হিসেবে নিশ্চিতভাবে গৃহীত হবে।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর সূচীপত্রে ফিরে যান।