Wednesday , February 5 2025

The Code of Civil Procedure, 1908 । Order 6, Rule 9. Effect of document to be stated

***2286-Hader

The Code of Civil Procedure, 1908
(ACT NO. V OF 1908)
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮
(১৯০৮ সালের ৫নং আইন)

***3937-Laws of Bangladesh (Free or Paid Version Message)

FREE VERSION

আদেশের ইংরেজী ভার্সনঃ

Order VI, Rule 9.
Effect of document to be stated:
Wherever the contents of any document are material, it shall be sufficient in any pleading to state the effect thereof as briefly as possible, without setting out the whole or any part thereof, unless the precise words of the document or any part thereof are material.

আদেশের বাংলা ভার্সনঃ

আদেশ ৬, নিয়ম ৯।
দলিলের তাৎপর্য উল্লেখ করতে হবেঃ
কোন দলিলের সারমর্ম যেক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আরজি জবাবে ওটার তাৎপর্য যথাসম্ভব সংক্ষেপে বর্ণনা করলেই যথেষ্ট হবে; দলিল বা কোন অংশে ব্যবহৃত অবিকল শব্দগুলো গুরুত্বপূর্ণ না হলে তা উদ্ধৃত করা নিষ্প্রয়োজন।

OK-2505@Youtube Subscribe

বিঃ দ্রঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কেউ আমাদের প্রফেশনাল ও আইন সংক্রান্ত ভিডিও লেকচারগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে YouTube চ্যানেল এর মাধ্যমে পেতে চান, তাহলে নিচের SUBSCRIBE NOW বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে Subscribe করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এছাড়াও, সরাসরি YouTube এ প্রবেশ করে legal study 24 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটিকে খুঁজে বের করে Subscribe করতে পারেন। ধন্যবাদ...

***2506-Registration Contact